
একটা সাধারণ জীবন চাই,
খুব সাধারণ…
যেখানে অভাব থাকলেও থাকবে শান্তি,
ভালোবাসা জমা থাকবে সিন্দুকে,
হোক না সে অল্প, তবু থাকবে পূর্ণতার অনুভূতি।
হিংসা নেই, অহংকার নেই,
নেই কারোর দীর্ঘ নিঃশ্বাস..
কেবল ঘুটঘুটে অন্ধকারে
একঝাঁক জোনাকির মিটমিটে আলোয়
ভরিয়ে তুলব আমাদের দিনগুলো।
আকাশকুসুম স্বপ্ন নয়,
তবু আকাশটা থাকবে এত কাছে,
যেন হাত বাড়ালেই ছুঁতে পারি,
বুকের জমা কষ্টগুলো মেঘ হয়ে উড়ে যাবে অনেক দূরে।
প্রকৃতির নিস্তব্ধতার মাঝে শুনতে চাই
তোমার মৃদু নিঃশ্বাসের শব্দ,
তোমার কোনো ভয় নেই,
আমিই ক্ষমা চাইব..
আমি নত হতে জানি,
জেতার অভ্যেস আমার নেই..
তাই হারানোরও ভয় নেই,
যা ফেলে ছড়িয়ে দেবে..সযত্নে তুলে রাখবো দুহাতে..
আর থাকবে..
শুধু এক মুঠো ভর্তি প্রশান্তি।
থাকবে না কোন ঘরে ফেরার তাড়া,
থাকবে না কোনো পিছুটানের বাঁধন।
যদি সেই সাধারণ জীবন কিনতে পারতাম,
দাম দিয়েই কিনতাম,
এই দামী জীবনটা বেচে দিতাম সস্তায়,
শুধু একটু সাধারণ হওয়ার লোভে..🌿❣️🌿