আহসান হাবিব শিবলু, বগুড়া
বগুড়ায় ০৮ কেজি গাজা সহ গ্রেফতার-৪


বগুড়া জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ০৮কেজি মাদকদ্রব্য গাজা সহ ০৪জন মাদক ব্যবসায়ী হাতেনাতে গ্রেফতার।
(১২মে সোমবার) বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর & রুবেল সি,এন,জি ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর ১২/০৫/২০২৫ইং রাত্রি ০১:৪৫ ঘটিকা ০৮কেজি মাদকদ্রব্য গাজা ও ৪টি স্কুল ব্যাগ সহ গ্রেফতার করেন ৪জনকে। গ্রেফতারকৃতরা হলেন (১) মো: মাজেদুল ইসলাম(২০), পিতা-মো: নুরজামান ইসলাম, মাতা-মোছা: মায়া বেগম, গ্রাম-সরকারপাড়া, গোডল ইউপি, (২) মো: মমিনুল ইসলাম(৩০), পিং-মো: আনছার আলী, মাতা- মোছা: মনজিলা বেগম, সাং- উত্তর বান্দের কুড়া, চলবলা ইউপি, (৩) মো: মমিনুল ইসলাম(২২), পিং-মো: ইব্রাহিম মিয়া, মাতা- মোছা: মমতা বেগম, সাং-নিথক ঢাকাইটারী, চলবলা ইউপি, (৪) মো: সাইফুল ইসলাম(২০), পিং- মো: নজরুল ইসলাম, মাতা-মোছা: সুংফলি বেগম, সাং- নিছক চলবলা, সকলের থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রেসবিজ্ঞপ্তিতে জানান, পি,সি,পি,আর-ধৃত ১, ৩, ৪ নং আসামীর বিরুদ্ধে ১টি করে মাদক মামলা আছে। মামলা রজু প্রক্রিয়াধীন।