মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও
পীরগঞ্জ হাটপাড়া নবজাগরণ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের হাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে হাটপাড়া নবজাগরণ ক্রীড়া সংঘের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী “ফুটবল টুর্নামেন্ট–২০২৫”।
শুক্রবার (৮ আগস্ট) সকালে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রেখে ক্রীড়ার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে, নিয়মিত ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতায় এবারের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮টি দল অংশ নেয়।
প্রথম ম্যাচে উদ্বোধনী দল হিসেবে অংশ নেয় বৈরচুনা ভাবির মোড় রাণীর ঘাট একাদশ ও চন্দরিয়া একাদশ ফুটবল দল, পীরগঞ্জ। দ্বিতীয় আর্ধে স্বাগতিক প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক হাটপাড়া নব জাগরণ ক্রীড়া সংঘ vs বৈরচুনা রাণীর ঘাট একাদশ। নির্ধারিত সময়ে সমতা থাকায় টাইব্রেকারে ৪–১ গোলে রাণীর ঘাট বিজয় লাভ করেন।
দিনের খেলাগুলো উপভোগ করতে মাঠে ছিল বিপুল দর্শকের উপস্থিতি। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাসে মাঠ ছিল উৎসবমুখর।