প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

বগুড়ায় ০৮ কেজি গাজা সহ গ্রেফতার-৪

আহসান হাবিব শিবলু, বগুড়া

বগুড়া জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ০৮কেজি মাদকদ্রব্য গাজা সহ ০৪জন মাদক ব্যবসায়ী হাতেনাতে গ্রেফতার।

(১২মে সোমবার) বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর & রুবেল সি,এন,জি ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর ১২/০৫/২০২৫ইং রাত্রি ০১:৪৫ ঘটিকা ০৮কেজি মাদকদ্রব্য গাজা ও ৪টি স্কুল ব্যাগ সহ গ্রেফতার করেন ৪জনকে। গ্রেফতারকৃতরা হলেন (১) মো: মাজেদুল ইসলাম(২০), পিতা-মো: নুরজামান ইসলাম, মাতা-মোছা: মায়া বেগম, গ্রাম-সরকারপাড়া, গোডল ইউপি, (২) মো: মমিনুল ইসলাম(৩০), পিং-মো: আনছার আলী, মাতা- মোছা: মনজিলা বেগম, সাং- উত্তর বান্দের কুড়া, চলবলা ইউপি, (৩) মো: মমিনুল ইসলাম(২২), পিং-মো: ইব্রাহিম মিয়া, মাতা- মোছা: মমতা বেগম, সাং-নিথক ঢাকাইটারী, চলবলা ইউপি, (৪) মো: সাইফুল ইসলাম(২০), পিং- মো: নজরুল ইসলাম, মাতা-মোছা: সুংফলি বেগম, সাং- নিছক চলবলা, সকলের থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রেসবিজ্ঞপ্তিতে জানান, পি,সি,পি,আর-ধৃত ১, ৩, ৪ নং আসামীর বিরুদ্ধে ১টি করে মাদক মামলা আছে। মামলা রজু প্রক্রিয়াধীন।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন