

কাব্য গ্রন্থের নাম : দর্পণে দ্রোহ।
খন্দকার মোস্তাক আহমদ (ছানু)
বাংলাদেশের একজন উদীয়মান কবি, ইতিহাসবিদ, প্রাবন্ধিক ও ইসলামিক গবেষক, যিনি তার কাব্যিক ভাষা ও গভীর জীবনবোধের জন্য পাঠক মহলে প্রশংসিত। তিনি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলা সদরের তেঘড়ী গ্রামে খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে সাহিত্য, প্রবন্ধ, ইতিহাস ও কবিতার প্রতি তার গভীর আগ্রহ ছিল। তিনি একজন ইতিহাস গবেষকও বটে।
তার লেখায় প্রকৃতি, প্রেম, বিরহ, দ্রোহ, সমাজ ও মানব জীবনের অন্তর্নিহিত সত্তা নিপুণভাবে গভীরভাবে উঠে এসেছে। কবি ১৯৯১ সালে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন শেষে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন।
কবি কবিতায় বাস্তবতার সঙ্গে কল্পনার মেলবন্ধন, শব্দ চয়নে মুন্সিয়ানা দেখে পাঠক মুগ্ধ হন। আধুনিক কাব্য ধারায় তার অবদানকে সাহিত্য সমালোচকরা গুরুত্বপূর্ণ মনে করেন। খন্দকার মোস্তাক আহমদ ছানু নিয়মিত সাহিত্যচর্চায় যুক্ত এবং বিভিন্ন সাহিত্য ম্যাগাজিন ও অনলাইন মাধ্যমে তার লেখা প্রকাশিত হচ্ছে।
**মুখবন্ধ**
কবিতা—শব্দের ঘ্রাণ, অনুভবের রঙ, নিঃশব্দের শব্দ। মানুষের হৃদয়ের সবচেয়ে গভীর কথাগুলো যখন ভাষায় ধরা দেয়, তখন তা হয়ে ওঠে কবিতা। কখনও তা ভালোবাসার আকুতি, কখনও প্রতীক্ষার দীর্ঘশ্বাস, আবার কখনও বা বিদ্রোহের জ্বলন্ত আগুন।
এই বইয়ে সংকলিত প্রতিটি কবিতা আমার জীবনের নানা সময়ের অনুভব, দেখা-শোনা, স্বপ্ন ও বাস্তবতার ছায়াপাত। হয়তো কোনো পাঠকের সঙ্গে মিলে যাবে কোনো মুহূর্ত, হয়তো কারও মন ছুঁয়ে যাবে কোনো পংক্তি। কবিতা তো এমনই—সে একা লিখিত হলেও কখনও একার জন্য নয়।
এই সংকলন কোনো নির্দিষ্ট বিষয়কে ঘিরে নয়, বরং জীবনের নানা রঙে রঙিন একটি যাত্রা। কিছু কবিতা খুব ব্যক্তিগত, কিছুটা নিরীক্ষাধর্মী, কিছু আবার নিছক শব্দ নিয়ে খেলা। পাঠকের হৃদয়-দরজায় যদি একটু কড়া নাড়া দিতে পারে, তবেই এ প্রচেষ্টা সার্থক মনে করব।
এই বইটি আপনাদের হাতে তুলে দিতে পেরে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। আপনারা পাশে থাকলে কবিতার এই যাত্রা চলতেই থাকবে।
– **খন্দকার মোস্তাক আহমদ ছানু**