চয়ন কুমার রায় লালমনিরহাট
লালমনিরহাটে জমি লিখে নিয়ে বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে


লালমনিরহাটে ছেলে ও নাতি জমি নিয়ে ঘর থেকে বাহির করে দেওয়ায় অসহায় মোঃ আছিমুদ্দিন দম্পতি। সব কিছু হারিয়ে থানায় অভিযোগ দিলেও কোন সুরাহা না হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন।
লালমনিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর সাপটানা মদনের চক এলাকায় এ ঘটনা ঘটছে। ওই এলাকার মৃত- মুন্সির আলীর ছেলে মোঃ আছিমুদ্দিন ৮০বছরের বৃদ্ধ তার স্ত্রীকে তার ছেলে মোঃ খবির উদ্দিন (৫০), ছেলের বউ মোছাঃ শাহিনা বেগম (৪৫) ও নাতি মোঃ শাহিন আলম (২৬) সব জমি লিখে নিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মোঃ আছিমুদ্দিন বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, সব জমি লিখে নিয়ে মোঃ আছিমুদ্দিন ও তার বৃদ্ধা স্ত্রীকে ভরণ-পোষন দেওয়া বন্ধ করে দেয় ছেলে। ফলে অতিব কষ্টে দিনাতিপাত করতে থাকে। কোন উপায় অন্তর না পেয়ে ওই দম্পতি মেয়ে জামাতার বাড়িতে বাড়িতে অবস্থান করিয়া আসতেছে। তারপরও তারা বাড়িতে ফিরলে ছেলের বউ শাহিনা বেগম তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ নানা ধরনের ভয়ভীতি মূলক কথাবার্তা বলে ঠিক মতো খেতে না দিয়ে বাড়ি থেকে বাহির করে দেয়। তারপর বৃদ্ধ দম্পতি অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হলে, তাদের ২মেয়েসহ মেয়ে জামাতা দেখা শোনা করে। তবুও ছেলে-ছেলের বউ, নাতি একবারের জন্যও খোঁজ খবর নেয় নাই। কিছুটা সুস্থ্য হয়ে বাড়িতে ফিরলে, বিনিময়ে বৃদ্ধার ঘরের ফ্যানের সংযোগ কেটে দেয়।
বৃদ্ধ মোঃ আছিমুদ্দিন বলেন, আমি কোথায় বিচার পাবো এই বয়সে এমন দেখতে হবে ভাবিনি। এখন আমি ছোট মেয়ে মোগলহাটের কোদালখাতায় অনেহা বেগমের বাড়িতে আর আমার স্ত্রী খোদেজা খাতুন বড় মেয়ে কুলাঘাটে আরজিনা খাতুনের বাড়িতে ২জন আলাদা আলাদা আশ্রয়ে আছি, আমি সঠিক বিচার চাই।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী বলেন, বৃদ্ধ আছিমুদ্দিনের বিষয়টি মর্মান্তিক, অভিযোগ পেয়ে ছেলে, ছেলের বউ ও নাতিকে থানায় ডাকা হয়েছে তারা আসেন নাই, নিয়ম অনুযায়ী মামলা রুজু করা হবে।