কারখানার শ্রমিকরা ঈদে বেতন’বোনাস পাচ্ছে না এবং প্রায় ৬ লাখ শিক্ষক বেতন পাচ্ছেনা ঈদে


সাত হাজার কারখানার শ্রমিকরা এবার ঈদে বেতন’বোনাস পাচ্ছে না এবং প্রায় ৬ লাখ শিক্ষক বেতন পাচ্ছেনা ঈদে।
তা গত ১৬ বছর কই ছিলেন বলা লোকজন কোথায়?
.
এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। একদিকে দেখি, একটি রাজনৈতিক দল দাবি করছে—তারা নাকি প্রথম রোজা থেকেই প্রতিদিন ৬৪ জেলায় ইফতারের আয়োজন করছে। তাদের প্রোগ্রাম নাকি টানা চলছেই, আর প্রতিদিনই নাকি খরচ হচ্ছে প্রায় ৩০ লাখ টাকা!
.
অন্যদিকে, চলছে ২০০ গাড়ির বিশাল শোডাউনের রাজনৈতিক মহড়া। আবার আরেক জায়গায় দেখি, দেড় কোটি টাকা খরচ করে ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টি!
.
কিন্তু এসব রাজনৈতিক দলের কেউ কি একবারও সময় পেয়েছে এই দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর? কেউ কি গরিবের ঘরে গিয়ে ইফতারি পৌঁছে দিয়েছে? এত টাকা খরচ হচ্ছে, অথচ মানুষের চোখে পড়ছে না সামান্য সহানুভূতির ছাপও।
.
আসলে এসব দল যদি সত্যিকারের রাজনৈতিক বুদ্ধি দেখাতো, তাহলে গরিব-দুঃখীর পাশে দাঁড়িয়ে, তারই মাধ্যমে রাজনৈতিক ফায়দা নিতে পারত। তাতে অন্তত কিছু মানুষ উপকৃত হতো।
.
একটু অপেক্ষা করুন আরো কি কি দেখতে দেখতে হবে তা আল্লাহ ভালো জানেন।
.
.