আহমেদ আবু জাফর: সাংবাদিকতার আলোকিত সৈনিক


কলম যার শানিত তলোয়ার, সত্য যার মূল,
আহমেদ আবু জাফর, নত হয় না তার কূল।
নেতৃত্বের শিখরে, নির্ভীক যিনি,
সাংবাদিকতার পথে আলোকের তিনি।
ঝড় এলে ভাঙে না, থাকে অবিচল,
অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠ প্রখর।
নির্যাতিতের পাশে, মজলুমের গান,
কলমে তার বয় সত্যের বান।
বাক্স্বাধীনতার প্রতীক, নির্ভীক হৃদয়,
ন্যায়ের পক্ষে থাকেন সদা প্রস্তুত হয়ে।
অন্ধকারে দীপ, নির্যাতিতের স্বর,
প্রতিবাদের ভাষা, নির্ভরতার ঘর।
মিথ্যার আবরণ যখন ঢেকে রাখে দেশ,
সত্যের কণ্ঠে বাজে তারই আবেশ।
শাসকের রোষে থাকেন অবিচল,
সত্যের দাওয়াত দেন অবিরত চল।
তাঁর স্বপ্নে আছে এক ন্যায়বিচারের ঘর,
সাংবাদিকদের শক্তি, নির্ভরতার পর।
আহমেদ আবু জাফর, তুমি পথের দিশারী,
সত্যের কীর্তিতে হবে নাম অমরারি!