সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই
মুখোশধারী সাংবাদিকদের কারণে ধ্বংস হচ্ছে সাংবাদিকতার মর্যাদা


বাংলাদেশে সাংবাদিকতার মান ও মর্যাদা নানা কারণে ক্ষুণ্ণ হচ্ছে। আইনের শাসন ও ন্যায়বিচারের কথা বলা হলেও বাস্তবে তা প্রায়শই লোকদেখানো পর্যায়েই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। বিশেষ করে সাংবাদিকদের নিরাপত্তা এখন বড় প্রশ্নবিদ্ধ। এর মূল কারণ, কিছু মুখোশধারী ব্যক্তি সাংবাদিকতার নামে বিভ্রান্তি, অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে প্রকৃত সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত করছে।
দেশে অসংখ্য সাংবাদিক সংগঠন থাকলেও তাদের কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। একজন পুলিশ কর্মকর্তা হোক কিংবা এমপি-মন্ত্রী—সবার বক্তব্যে ভিন্নতা থাকলেও শেষ পর্যন্ত ভোগান্তি পোহাতে হয় প্রকৃত সাংবাদিকদেরই। প্রায়ই দেখা যায়, সাংবাদিকের নাম ব্যবহার করে ভেতরে ভেতরে বিভাজন, স্বার্থবাদী কার্যক্রম এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এই প্রবণতা বন্ধ না হলে সাংবাদিক নির্যাতন কোনোদিনই থামবে না।
এখনই সময় হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা ও চোগলখোরির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার। সাংবাদিকদের মধ্যে যদি প্রকৃত ঐক্য প্রতিষ্ঠিত হয়, যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নিরপেক্ষভাবে কাজ করেন, তবে কেবল সাংবাদিক সমাজ নয়—সমগ্র জাতিই উপকৃত হবে।
কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালে সাংবাদিক সমাজই হতে পারে জাতির শক্তি।