আমিনুল হক, সিংড়া (নাটোর)
সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ


নাটোরের সিংড়া উপজেলার ৩ নং ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া এলাকায় সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যের প্রফেসর সাইদুর রহমান বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা শুধু সংবাদ সংগ্রহ করেন না, সমাজের দুঃসময়ে তারা মানুষের পাশেও দাঁড়ান। আজকের এই আয়োজন তারই প্রমাণ।” তিনি সমাজের বিত্তবানদের প্রতিও বন্যাকবলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আবুল বাশার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্লাবের অন্যান্য সদস্যরা।