পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক একেএম মকসুদ আহমেদ চৌধুরীর ইন্তেকাল


রাঙামাটি,পার্বত্য চট্টগ্রামের প্রখ্যাত সাংবাদিক, রাঙামাটি প্রেস ক্লাবের দুই যুগের বেশি নির্বাচিত সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং দৈনিক গিরি দর্পণ ও সাপ্তাহিক বনভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব একেএম মকসুদ আহমেদ চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিবেদিত ছিলেন এবং পার্বত্য চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহল, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ জনগণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
একেএম মকসুদ আহমেদ চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও মানবাধিকার বিষয়েও সক্রিয় ছিলেন। তার সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করেছেন, যা দেশ ও জাতির কল্যাণে বিশেষ ভূমিকা রেখেছে।
তাঁর মৃত্যুতে রাঙামাটি প্রেস ক্লাব, বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
সাংবাদিক সমাজের অনেকেই বলেছেন, তার মৃত্যু পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার জন্য অপূরণীয় ক্ষতি।
মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।