বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ড. আজহারির আগমন উপলক্ষে ময়মনসিংহ নগরীকে নিরাপত্তার বেষ্টনীর চাদরে ঢেকে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী

ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ড. মিজানুর রহমান আজহারি বয়ান

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৮ পিএম | 111 বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ড. মিজানুর রহমান আজহারি বয়ান

ময়মনসিংহ আল ইসলাম ট্রাস্ট, কর্তৃক আয়োজিত স্হানীয় ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আজ ১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠান অনুষ্টিত হয়।উক্ত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ড.মিজানুর রহমান আজহারি।

ড. মিজানুর রহমান আজহারি বিকেল ২ টা ২ মিনিটে বক্তব্য শুরু করেন।তিনি প্রায় ১ঘন্টা ৩০ মিনিট সময় ধরে মধুরকন্ঠে মাহফিলে বক্তব্য রাখেন। প্রথম ১০ মিনিট তিনি পবিত্র কোরআন এর বিভিন্ন আয়াত সুরেলা কণ্ঠে তেলওয়াত করায় উপস্হিত ধর্মপ্রাণ মুসলমানগন শান্ত ধৈর্য সহকারে শ্রবণ করেন । মাঠে উপস্থিত ওয়াজ শ্রবণ কারিগারীগনের শান্ত ও সুশৃঙ্খল ভাবে অবস্থান করার জন্য তিনি তাঁর বক্তব্যের মধ্যে বেশ কয়েকবার উল্লেখ করেন।

এ বিশাল মাহফিলে সভাপতিত্ব করেন মুক্তাগাছা কাতলাসেন কাদেরিয়া কামিল মাদরাসার প্রাক্তন প্রধান মুহাদ্দিস বিশিষ্ট মুরুব্বী শায়খুল হাদীস হাফেজ মাওলানা নূরুল ইসলাম দা.বা.। ময়মনসিংহ শহরের রফিক উদ্দিন ভূঁইয়া স্ট্রেডিয়ামে হেলিকপ্টার অবতরণ করেন এবং আবার একই স্হান হতে হেলিকপ্টারে চড়েই ময়মনসিংহ শহর ত্যাগ করেন।

ড. আজহারির আগমন উপলক্ষে ময়মনসিংহ নগরীকে নিরাপত্তার বেষ্টনীর চাদরে ঢেকে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।কোন বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে সেজন্য সর্বোচ্চ সর্তকতাও ব্যবস্থা অবলম্বন করা হয়।কোতোয়ালি মডেল থানার চৌকোষ অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল খুবই অত্যন্ত চমৎকার।

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে মাহফিলের উপস্থিত প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজাহারিকে ফু্লের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ,জেলা বিএনপি (দঃ)এর আহবায়ক জাকির হোসেন বাবলু।
ময়মনসিংহবাসীর জন্য লজ্জা জনক ঘটনা হলো আয়োজক কমিটির অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা কারণে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্দিষ্ট সময়ের আগেই বয়ান সংক্ষিপ্ত করেন বিশ্ব নন্দিত ইসলামি স্কলার ড, মিজানুর রহমান আজহারী।

দিল্লীর ভয়াবহ গাড়ি বিস্ফোরণে,এন আই এ তদন্তের নির্দেশ কেন্দ্রের

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:২০ পিএম
দিল্লীর ভয়াবহ গাড়ি বিস্ফোরণে,এন আই এ তদন্তের নির্দেশ কেন্দ্রের

 

গতকাল রাতে ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে প্রায় আটজন মানুষের মৃত্যু হয়েছে এবং ছয়জনের বেশি মানুষ আহত হয়েছেন।এই ঘটনার পর কেন্দ্রীয় সরকার এন আই এ তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্টদের কে কাজে লাগিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য।এই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ এবং ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা শ্রী রাহুল গান্ধী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,আর জে ডি নেতা শ্রী তেজস্বী যাদব ও এস পি নেতা অখিলেশ যাদব সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কড়া নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে দিল্লীর লালকেল্লা এলাকায় গাড়ি বিস্ফোরণের ঘটনায় যুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে এখনো পর্যন্ত পস্ট নয়। তবে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়েছে।এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
আহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সবধরনের সহযোগিতা কামনা করেছেন কেন্দ্রীয় সরকার।

নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মিলন হোসেন (নওগাঁ প্রতিনিধি) প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:১৮ পিএম
নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নওগাঁর নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎‎বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
‎‎মানববন্ধনে বক্তারা বলেন, ইটভাটা বন্ধ হয়ে গেলে হাজারো শ্রমিকের জীবিকা বিপন্ন হবে। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ইটভাটা শিল্প এটি বন্ধ হয়ে গেলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়বে। সরকার যদি যথাসময়ে অনুমোদন না দেয়, তাহলে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে।
‎‎মানববন্ধনে বক্তব্য রাখেন দেশ বিকস্ ইটভাটার মালিক মোসাদ্দেক হোসেন, স্টার হাওয়া ইটভাটার মালিক মদিন, আঁখি ব্রিকসের মালিক আঞ্জুমান পাভেল, তিন ভাই ব্রিকসের মালিক রেজাউল ইসলামসহ শ্রমিকবৃন্দ ।
‎‎বক্তারা দ্রুত ইটভাটা চালুর অনুমোদন প্রদানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন, যাতে শীত মৌসুমে উৎপাদন কার্যক্রম শুরু করে শ্রমিকরা আবারও জীবিকার চাকা ঘুরাতে পারেন।

লালমনিরহাটে কলেজ ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় গ্রেফতার

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:১৩ পিএম
লালমনিরহাটে কলেজ ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় গ্রেফতার

 

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের কলেজ ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায়কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজপুর ইউনিয়নের নিজ এলাকার বাজারে বাবার কীটনাশক দোকান থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া নারায়ণ চন্দ্র রায় মতিলান চন্দ্র রায়ের ছেলে। তিনি লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ছাত্র রাজনীতি ও স্থানীয় পর্যায়ে তিনি পরিচিত মুখ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে কোন অভিযোগ বা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।