শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

ফিলিস্তিনি সংহতি মিছিলে হাঁটলেন কিউবার প্রেসিডেন্ট

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৫:৩৬ পিএম | 101 বার পড়া হয়েছে
ফিলিস্তিনি সংহতি মিছিলে হাঁটলেন কিউবার প্রেসিডেন্ট

গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কিউবার রাজধানী হাভানায় হাজারো মানুষ মিছিল করেছেন। গতকাল সোমবার (১৩ অক্টোবর) হওয়া এই মিছিলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। কমিউনিস্ট-শাসিত কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরোসহ দেশটির আরও কয়েকজন নেতা এই মিছিলে ছিলেন। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

কিউবায় থাকা প্রায় ২৫০ ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীও মিছিলে অংশ নেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ছিল বড় একটি ব্যানার। ব্যানারে লেখা ছিল ‘মুক্ত ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’।

প্রেসিডেন্ট মিগুয়েল ও তার মিত্ররা ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়াহ পরে মিছিলে অংশ নিয়েছিলেন।

মিছিলে অংশ নেওয়া আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থী মিশেল মারিনো (২০) এএফপিকে বলেন, ‘ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি, তাদের সার্বভৌমত্ব-স্বাধীনতার প্রতি সমর্থন জানাতে এই কর্মসূচি পালন করা হয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরায়েল যে গণহত্যামূলক ক্রুসেড চালাচ্ছে, তার বিরুদ্ধে মিছিল থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

গত ৭ অক্টোবর কিউবায় এই মিছিলটি হওয়ার কথা ছিল। তবে হারিকেন মিল্টনের কর্মসূচি পেছানো হয়। গত সপ্তাহে কিউবা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানে হারিকেন মিল্টন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। জিম্মি করা হয় প্রায় ২৫০ জনকে।

জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের হামলা চলছে। এই হামলায় এখন পর্যন্ত ৪২ হাজার ২৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আওয়ামী সন্ত্রাসীদের তা-বে বিএনপির কর্মীরা রেহাই পায়নি- রুহুল কবির রিজভী 

মো: রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৬ পিএম
আওয়ামী সন্ত্রাসীদের তা-বে বিএনপির কর্মীরা রেহাই পায়নি- রুহুল কবির রিজভী 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবে বিএনপির নেতা কর্মীরা রেহাই পায়নি। শেখ হাসিনা বলেছিলেন- দরকার হলে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে বোম্বিং করো। এমন রক্ত পিপাসু খুনি মানসিকতার ব্যক্তি এতদিন দেশ চালিয়েছিলেন। পত্র-পত্রিকায় ও অডিও রেকর্ডে তাদের এমন কথোপকথন দেশবাসী শুনেছে। ২৭ সেপ্টেম্বর শনিবার আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা দোলন ভুঁইয়াকে দেখতে তার ভুলতা ইউনিয়নের আতলাশপুর গ্রামের বাড়িতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা দোলন ভুঁইয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে দোলনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল দোলনের বাড়িতে আসেন। আহত ছাত্রদল নেতা দোলনের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা তাঁরা পৌঁছে দেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪সেপ্টেম্বর আওয়ামীলীগের সন্ত্রাসী হামলায় দোলন ভুঁইয়া মারাত্মকভাবে আহত হন। ভূমিদস্যু কাওসারের নেতৃত্বে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদল নেতা দোলন ভুইয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়।

মুন্সিগঞ্জবাসীকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা জানালেন ডিসি

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম
মুন্সিগঞ্জবাসীকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা জানালেন ডিসি

মুন্সিগঞ্জ জেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ হিন্দু সম্প্রদায় উপলক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন জনাব ফাতেমা তুল জান্নাত মহোদয়।

আজ ২৭ শে সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একশুভেচ্ছা বার্তায় ফাতেমা তুল জান্নাত মহোদয় বলেন, সম্মানিত মুন্সিগঞ্জবাসী আসন্ন দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন মুন্সিগঞ্জের পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সনাতন ধর্মে সবচেয়ে বড় ধর্মীও উৎসব শারদীয় দুর্গাপূজা সমাজে শান্তিপ্রতিষ্ঠান লক্ষ্যে আবহমান কাল ধরে দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাও উর্তিপনার মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছেন। দুর্গাপূজা ২০২৫ শে সকল অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের জন্য সকল আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য অনুষ্ঠানিক সমন্বয়ে জেলা মনিটরিং টিম গঠন করা হয়েছে।

জেলা ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে প্রতিনিধিগণদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এছাড়াও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগসহ জেলায় কন্ট্রোল রুম খোলা রয়েছে, সোসাল মিডিয়া অন্য যে কোন মাধ্যমে ছড়ানো গুজব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যে কোন তথ্য আমাদের কন্ট্রোল রুমে নাম্বারে জাতীয় সেবা জরুরি সেবা নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো। শারদীয় দুর্গাপূজা উৎসব সত্তুরসুন্দর আলোতে হয়ে উঠুক। ধর্মবর্ন নির্ভিশেষে সম্প্রতি বন্ধনকে আরো সুসংগত একামনা করছি সকলকে আবারও শুভেচ্ছা শুভ শারদীয়া।

ভূঞাপুরে জামায়াতে ইসলামের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

খন্দকার আউয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৫ পিএম
ভূঞাপুরে জামায়াতে ইসলামের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় শনিবার বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দফা দাবি তুলে ধরে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি বাদ আসর নামাজ শেষে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে এলাকাজুড়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন , উপজেলা আমির আবদুল্লাহ আল মামুন, নায়েবে আমির মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আমিরসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। সমাবেশে বক্তারা সরকারের প্রতি পাঁচ দফা দাবি জানান এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে পি,আর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা জোরালোভাবে তুলে ধরেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই একমাত্র পথ। এজন্য নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকার গঠন, গণহত্যার বিচার কার্যকর করা, জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং রাষ্ট্র সংস্কারের মতো বিষয়গুলোও এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় জামায়াতে ইসলাম সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এ আন্দোলন অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত নেতাকর্মীরা পাঁচ দফা দাবির পক্ষে স্লোগান দেন এবং সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।