রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে


রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এলেও সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। সেখানে কেমিক্যাল থাকায় প্রবেশ করা খুবই ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফায়ার সার্ভিসের বিশেষ টিম (হ্যাজমেট টিম)। তারা কেমিক্যাল গোডাউনে প্রবেশ করেছে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে টিমটি ঘটনাস্থলে পৌঁছায়। হ্যাজমেট টিম ফায়ার সার্ভিসের একটি বিশেষায়িত টিম। যারা প্রয়োজনীয় ইকুপমেন্ট ব্যবহার করে কেমিক্যাল আগুন সংক্রান্ত ঘটনাস্থলে কাজ করে থাকে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ঘটনাস্থলে আমাদের হ্যাজমেট টিম পৌঁছেছে। তারা সেখানে সার্চিং অপারেশন করবে।
এদিকে, ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, শিয়ালবাড়ী এলাকায় কেমিক্যাল গোডাউন থেকে এখনো ধোঁয়ার কুন্ডলী বের হচ্ছে। গোডাউনের পাশে অবস্থিত রাইজিং ফ্যাশন নামের এক গার্মেন্টস ফ্যাক্টরির অনেকেই কেমিক্যালের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুর্ঘটনার সময় পুরো গার্মেন্টসে কেমিক্যাল ছড়িয়ে পড়ে। সকালে গার্মেন্টসে প্রবেশের পর একে একে কর্মীরা অসুস্থ হয়ে পড়েন। তাদের অনেককেই প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
রাইজিং গার্মেন্টসের কর্মী মো. আল আমিন বলেন, কেমিক্যাল গোডাউনের বিষাক্ত গ্যাস দিয়ে গার্মেন্টস ভরে ছিল। আমরা সকালে যখন কাজ করতে আসি, তখন কেমিক্যালের প্রভাবে অনেকে অসুস্থ হয়ে পড়ে। আপাতত গার্মেন্টসের সব কর্মী এখন ভবনের বাইরে রয়েছেন, কেউ বাড়ি ফিরে যাচ্ছেন। এছাড়া অসুস্থদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।