
চট্টগ্রাম-০৮ সংসদীয় আসনের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দায়িত্বশীলদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চান্দগাঁও থানার আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক মো. ইসমাইলের সভাপতিত্বে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষক হিসেবে কর্মশালায় মূল আলোচনা উপস্থাপন করেন বিশিষ্ট নির্বাচন বিশ্লেষক ড. জাকির হোসেন হাওলাদার। নির্বাচনী বাস্তবতা, দায়িত্বশীলদের করণীয় ও প্রচারণার কৌশল নিয়ে তিনি বিশদভাবে আলোচনা করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-০৮ আসনের প্রার্থী ডা. আবু নাছের বলেন,
নির্বাচন শুধু একটি দিনের ভোট নয়, এটি একটি পরিকল্পিত এবং সুদূরপ্রসারী প্রক্রিয়া। যারা মাঠে কাজ করবেন, তাদেরকে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে আমরা সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই। প্রশিক্ষিত ও সংগঠিত টিমই নির্বাচনে সফলতার মূল চাবিকাঠি।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনে শুধু প্রতিশ্রুতি নয়, দায়িত্বশীল আচরণ এবং কার্যকর সংগঠন গড়ে তোলা জরুরি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা আমীর ইঞ্জি. মাহবুবুল হাসান রুমী, চান্দগাঁও থানা সেক্রেটারী জসিম উদ্দিন সরকার, বোয়ালখালী উপজেলা সেক্রেটারী মো. ইয়াছিন, চান্দগাঁও থানা সহকারী সেক্রেটারী মো. আজাদ চৌধুরী ও মো. ওমর গনি, বোয়ালখালী পৌর আমীর মাষ্টার হারুনুর রশিদ এবং উপজেলা সেক্রেটারী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনী মাঠে জয়ী হতে হলে কৌশল, পরিকল্পনা এবং জনসম্পৃক্ততা—এই তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করে তোলাই হবে সফলতার প্রথম ধাপ