ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবে পাবনা জেলার ১৯৭ তম জন্মদিন পালন


পাবনার জেলার ১৯৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব আয়োজিত প্রীতি সম্মিলন। গত বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক প্রীতি সম্মিলন অনুষ্ঠানে উপস্থিত শুভেচ্ছা বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবাজিত নাথ,বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহকারি শিমুল বিশ্বাস,পাবনা জেলা প্রশাসক মফিদুল ইসলাম, পুলিশ সুপার আলী মোরতাজ, পাবনা প্রেসক্লাবের বর্তমান সভাপতি আখতরুজ্জামান , সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সহ প্রমুখ।
সময় বক্তারা বলেন, ইতিহাস ঐতিহ্য চেতনায় পাবনা জেলা সকল দিক থেকে এগিয়ে। পাবনাকে স্বতন্ত্র জেলা হিসেবে ঘোষিত হয় ১৮২৮ সালের ১৬ অক্টোবরে। এই জেলাকে পরিচিত করে তুলেছেন, পাবনা জেলার প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেন, বিশিষ্ট সাহিত্যিক প্রমথ চৌধুরী, এবিএম মির্জা আজিজুল হক,স্যামসন এইচ চৌধুরি, কবি বন্দী আলী মিয়া সহ অসংখ্য গুনগ্রাহী ব্যক্তি।