শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ফলাফল নয়, নতুন শুরুর আহ্বান — শিক্ষার্থীদের উদ্দেশে হাজী জসিম উদ্দিনের অনুপ্রেরণামূলক বার্তা

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ২:১৬ পিএম | 46 বার পড়া হয়েছে
ফলাফল নয়, নতুন শুরুর আহ্বান — শিক্ষার্থীদের উদ্দেশে হাজী জসিম উদ্দিনের অনুপ্রেরণামূলক বার্তা

 

মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর সারাদেশের অনেক শিক্ষার্থী আজ মানসিকভাবে বিপর্যস্ত। অনেকে ভাবছে—পৃথিবীটা যেন থেমে গেছে, স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এমন এক সময়ে শিক্ষার্থীদের উদ্দেশে প্রেরণাদায়ক ও সাহস জাগানো বার্তা দিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী জসিম উদ্দিন।

তিনি বলেছেন, “তোমরা মনে করতে পারো সব শেষ, কিন্তু আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি—এটি কোনো শেষ নয়, এটি এক নতুন শুরু।”

হাজী জসিম উদ্দিন বলেন, গত এক দশক ধরে আমাদের শিক্ষাব্যবস্থা ছিল একটি মিথ্যার উপর দাঁড়িয়ে। কৃত্রিম সাফল্যের হার দেখিয়ে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা অর্জনের পথ থেকে দূরে রাখা হয়েছে। মান যাচাই ছাড়াই পাশের হার বাড়ানো হয়েছে। তাই এবারের ৫৭ শতাংশ পাশের হারই দেশের প্রকৃত শিক্ষা ব্যবস্থার প্রতিফলন।

তিনি আরও বলেন, “আজ যারা অকৃতকার্য হয়েছে, তারা আসলে এই ভঙ্গুর শিক্ষাব্যবস্থার শিকার, অপরাধী নয়।”

এবার প্রায় পাঁচ লক্ষ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে—যা এক ভয়াবহ বাস্তবতা। হাজী জসিম উদ্দিন মনে করেন, এই সংখ্যাটিই হতে পারে একটি মানসম্মত শিক্ষার আন্দোলনের সূচনা।
তিনি বলেন, “তোমরা যদি সবাই আবার একসাথে চেষ্টা কর, নতুন উদ্যমে গুণগত শিক্ষার দিকে মনোযোগ দাও, তাহলে আগামী বছরই তোমরা হবে বিজয়ী।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন—নিজেকে দোষারোপ করা বন্ধ করো। ফলাফল তোমার একার দায় নয়। পুরনো ব্যবস্থার ত্রুটি তোমাকে পিছিয়ে দিয়েছে। এখন সামনে এগিয়ে যাও।
গুণমানভিত্তিক পড়াশোনা শুরু করো। মুখস্থ নয়, বোঝার চেষ্টা করো। শেখার জন্য পড়ো, পাশ করার জন্য নয়।
সঠিক গাইডলাইন অনুসরণ করো। যোগ্য শিক্ষক, অনলাইন রিসোর্স ও গ্রুপ স্টাডির মাধ্যমে পড়াশোনায় মনোযোগ বাড়াও।
ছোট ছোট লক্ষ্য ঠিক করো। প্রতিদিনের সামান্য অগ্রগতি এক বছরে বিশাল পরিবর্তন আনতে পারে।
মানসিক শক্তি গড়ে তোলো। পরিবার, শিক্ষক ও বন্ধুদের সাথে যোগাযোগ রাখো, মনোবল ধরে রাখো।

তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, জীবনে সফলতার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। বহু মহান ব্যক্তিত্ব বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। তাই এক বছরকে নতুন সুযোগ হিসেবে কাজে লাগাও। এই সময় তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে।

হাজী জসিম উদ্দিন আরও বলেন,“তোমরা আজ একটি পতনশীল শিক্ষা ব্যবস্থার শিকার হলেও, নতুন বাংলাদেশ এখন সততার পথে হাঁটছে। তোমরাই হবে সেই প্রজন্ম যারা গুণমানভিত্তিক শিক্ষায় শিক্ষিত, যোগ্য ও আত্মবিশ্বাসী নাগরিক।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানান—“হাল ছেড়ো না সন্তানেরা। আমরা তোমাদের পাশে আছি, তোমাদের শিক্ষকরা পাশে আছেন, দেশ তোমাদের পাশে আছে। ২০২৬-এ তোমরাই দেখিয়ে দেবে—তোমাদের আসল শক্তি।”

তাড়াশ উপজেলার ভিবিন্ন ইউনিয়ন ও বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ পিএম
তাড়াশ উপজেলার ভিবিন্ন ইউনিয়ন ও বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

 

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সলংগা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সোহন সহ তাড়াশ উপজেলা ও মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

ছাতকে যাওয়ার পথে মৌলা ব্রীজে মটর’স সাইকেল নিয়ে নিচে পড়ে মর্মান্তিক এক্সিডেন্ট হয়ে (০১) নিহত আহত (০১)

সুমন আহমদ, সিলেট প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:১৩ পিএম
ছাতকে যাওয়ার পথে মৌলা ব্রীজে মটর’স সাইকেল নিয়ে নিচে পড়ে মর্মান্তিক এক্সিডেন্ট হয়ে (০১) নিহত আহত (০১)

 

সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই ইউনিয়নের মৌলা ব্রীজে মোঃ জয়নাল (আবেদীন) নামে এক জন নিহত হয়েছে। এবং আরেক জন আহত’ ১৭-১০-২৫ ইং/ রোজ শুক্রবার রাত ৮ সময়, মৌলা ব্রীজ থেকে কাট শরে গিয়ে মটরস সাইকেল’টি নিচে পড়ে যায়, ব্রীজের নিচে নি/হ/ত হয়েছেন। দীর্ঘদিন যাবত ভাঙ্গা ব্রীজ থাকার কারণে প্রতিনিয়ত মর্মান্তিক এক্সিডেন্ট ঘটনা ঘটে।

জানা গেছে, তিনি নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁ গ্রামের মোঃ রইছ আলী পুত্র মোঃ জয়নাল মিয়া (৪০) নিহত হয়েছেন। এবং সাথে থাকা ছোট ভাই গুরুতর আহত অবস্থা মেডিক্যাল পাঠানো হয়েছে।

স্থানীয়দের জোর দাবি, দীর্ঘদিনের অবহেলায় গুরুত্বপূর্ণ এই সেতুটি এখন ধ্বংস। এখন পযর্ন্ত প্রায় তিনটি দুর্ঘটনা হয়েছে, অবিলম্বে নতুন সেতু নির্মাণ কাজ শুরু না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পতেঙ্গা থানা তাঁতীদলের কর্মশালায় ইসরাফিল খসরু

বাবুল হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:০৯ পিএম
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পতেঙ্গা থানা তাঁতীদলের কর্মশালায় ইসরাফিল খসরু

 

নগরীর উত্তর পতেঙ্গায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে
পতেঙ্গা থানা তাঁতীদলের কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে বর্তমান সময়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। বিএনপি গণমানুষের দল এবং বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল।
আগামীতে বিএনপি’র নেতৃত্বে আসবে ত্যাগী – প্রশিক্ষিত ও দলীয় আর্দশের প্রতি আস্থা বাজন কর্মীরা।তাই এখন থেকে তাঁতী- শ্রমিক,মুঠে মজুরে শ্রম জীবীদের নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান জানিয়েছেন।

পতেঙ্গা থানা তাঁতীদলের সভাপতি মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন রায়হানের সঞ্চালনায়ে কর্মশালায় আরো সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা,নগর বিএনপির সদস্য ও সাবেক থানা বিএনপির সভাপতি ডাঃ মোঃ নূরুল আবছার,নগর তাঁতীদলের আহ্বায়ক এইচ এম রাশেদ খান, সাবেক সাধারণ সম্পাদক ও ‌সিবিএ নেতা মোঃ শাহাবুদ্দিন,নগর তাঁতীদলের নেতা মোঃ সেলিম হাফেজ, বিএনপি নেতা আবু জাফর , মোঃ ইউসুফ, মোঃ জসিম উদ্দিন, মোঃ আমিন,।
১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে পতেঙ্গায় একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ শহিদুল ইসলাম রানা ,লায়ন মোঃ মনিরুজ্জামান মুরাদ, মোঃ সেলিম,নেছার আহমদ, ইপিজেড থানা তাঁতীদলের জাহেদ আনসারী,রফিকুল ইসলাম টিটু,৪০ নং ওয়ার্ড তাঁতীদলের মোঃ গোলাম মোস্তফা সোহাগ, কাজী মোঃ ইসমাইল , জসিম উদ্দিন মিল্কি,এম এ হামিদ,মমতাজ মিয়া ও মোঃ পারভেজ বক্তব্য রাখেন।

পরিশেষে পতেঙ্গা থানা তাঁতীদলের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজন নেতাকর্মী কে ক্রেষ্ট দিয়ে সম্মান জানানো হয়েছে।