মডেল : কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়া
পূজার আগে ত্বকের জেল্লা ফেরান ঘরোয়া উপায়ে

দুর্গাপূজার আগে হাতে খুব একটা সময় নেই। এমন সময়ে যদি ত্বকের অবস্থা বেসামাল হয়, তাহলে তো সেটা চিন্তারই বিষয়। তাই পূজার আগেই ত্বকের উজ্জ্বলতা ফেরাতে অনেকেই পরেছেন চিন্তায়। যদি এই সমস্যার সমাধানে পার্লারে যাওয়াটা কেই ঝামেলায় মনে করেন, চাইলে তারা ঘরে বসেই করতে পারেন রূপচর্চা। বিভিন্ন ফলের খোসা দিয়ে ত্বকে উজ্জ্বলতা ফিরে পেতে জেনে নিন কিছু দরকারী টিপস।
কলার খোসা :
কলায় রয়েছে ভিটামিন এ, বি ও সি। এতে ত্বকে উজ্জ্বলতা বেড়ে যায়। দাগছোপ দূর করতে হলে কলার খোসা খুবই ভরসা যোগ্য। তাই কলার খোসা দিনে ৫ থেকে ১০ মিনিট মুখে ঘষে নিতে পারেন। ত্বকে দাগ দূর করতে এটা খুবই সহায়ক ভূমিকা রাখতে পারে।
পেঁপের খোসা :
পেঁপে খেয়ে এখন থেকে আর খোসা ফেলবেন না। দিনের কোনো একটি সময় বের করে পেঁপের খোসা মুখে অন্তত ৫ থেকে ১০ মিনিট ঘষে নিন। পরে ভালো করে মুখ ধুয়ে নিন। এরপর লাগিয়ে নিতে পারেন গোলাপ জলও। এই খোসা ত্বকে মরা কোষের সমস্যা দূর করে ত্বকে উজ্জ্বলতা আনতে সাহায্য করতে পারে।
কিউই ফলের খোসা :
কিউই ফলে রয়েছে অনেক গুণ। এই কিউই ফলের খোসা ব্লেন্ড করে নিতে পারেন। তাতে দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর তা ধুয়ে নিন। এভাবে বেশ কয়েকদিন করলে, ফল নিজের চোখেই দেখতে পাবেন।
লেবু :
ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে লেবুর গুরুত্ব অপরিসীম। কমলা লেবু ভিটামিন সিতে ভরপুর। এর খোসা সামান্য ত্বকের কাছে চিপে নিলেই বের হয় রস। তা মুখে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রেখে দিন। এছাড়াও কমলা লেবুর খোসা গুঁড়ো করে দইয়ের সঙ্গে মুখে মাখতে পারেন। ত্বকে তাতেও ফিরবে উজ্জ্বলতা।
মডেল : কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়া
















