ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাবে না
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রিজভীর হুঁশিয়ারি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি গণতন্ত্রকে সূর্যালোকে এনেছে, গণতন্ত্রকে মুক্তি দিয়েছে। ফ্যাসিবাদের পদধ্বনি শোনার জন্য ৫ আগস্ট হয়নি। আমরা জ্বলন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় যেতে চাই না। বিএনপি বাংলাদেশের দল, এটি কোনো ভারতপন্থী বা পাকিস্তানপন্থী দল নয়। আওয়ামী লীগ ভারতের ছত্রছায়ায় জন্ম নিয়েছে বলেই তাদের নেতাকর্মীরা সংকটকালে ভারতে আশ্রয় নেয়। অথচ গত ১৬ বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যা, গুম ও নির্যাতনের শিকার হলেও কোনো নেতা-কর্মী পালিয়ে আশ্রয় নেয়নি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করেন, শেখ মুজিবের সময় থেকেই খুন, গুম ও হত্যাকাণ্ড শুরু হয়েছিল। বহু মানুষ ঘর থেকে বের হতে সাহস পেত না। শেখ মুজিব গণতন্ত্র হত্যা করেছিলেন। জাসদের প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সিরাজ সিকদারকে হত্যার পর জাতীয় সংসদে উল্লাস করা হয়েছিল। আর জুলাই আন্দোলনে শিশু, কিশোর, যুবক, ছাত্রদের হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মেয়র এডভোকেট মাহবুবর রহমান এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমন, বিএনপি নেতা মাহবুবুল ইসলাম, সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল। সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবর রহমান হারেজ, ফজলুল বারী তালুকদার বেলাল, মোশারফ হোসেন, আহসানুল তৈয়র জাকির, মাফতুন আহমেদ খান রুবেল, এম আর ইসলাম স্বাধীন, ডা. শাহজাহান, ডা. মামুনুর রশিদ মিঠু, তৈহিদুল আলম মামুন, যুবদলের কেন্দ্রীয় নেতা ডা. লোহানী, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদুল কবির, ছাত্রদল নেতা আব্দুল আওয়াল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুভ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা আকতার, মহিলা দল নেত্রী নিহার সুলতানা তিথি ও পলিন তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক পলাশ, জেলা কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক এনামুল হক সুমন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মইনুল হক বকুল। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভা ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।