রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঈদে মিলাদুন্নবী মাসব্যাপী পালন করার মূল উদ্দেশ্য হলো মানুষের মাঝে দয়া, মায়া ও এহসান প্রতিষ্ঠা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৩ পিএম | 204 বার পড়া হয়েছে
ঈদে মিলাদুন্নবী মাসব্যাপী পালন করার মূল উদ্দেশ্য হলো মানুষের মাঝে দয়া, মায়া ও এহসান প্রতিষ্ঠা

ঐতিহ্যবাহী জশনে জুলুস উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশিন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, “১৯৭১ সালে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ২০২৪ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি গণআন্দোলন সংগঠিত হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই আন্দোলনের সফলতা আমরা দেখতে পাচ্ছি না।”

শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে জশনে জুলুসের বর্ণাঢ্য র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন—“আমরা অন্য ধর্মকে সম্মান করে নিজের ধর্মের মর্যাদা বৃদ্ধি করতে পারি। কিন্তু দুঃখজনকভাবে আজ হিংস্রতা, উগ্রতা ও দয়ামায়াহীনতা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সমাজ থেকে মানবতা প্রায় বিলুপ্ত।”

“ঈদে মিলাদুন্নবী মাসব্যাপী পালন করার মূল উদ্দেশ্য হলো মানুষের মাঝে দয়া, মায়া ও এহসান প্রতিষ্ঠা করা। অথচ কিছু মানুষ জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।”

“১৯৭১ সালের মতো ২০২৪ সালের আন্দোলন থেকেও গণতন্ত্রের সুফল আমরা দেখতে পাইনি। শহীদ, আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করছি। আজ দেশে ভয়ের সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে, এভাবে কোনো দেশ চলতে পারে না।”

“ঈদে মিলাদুন্নবী নিয়ে যারা ষড়যন্ত্র করছে, বিদআত বিদআত বলে বিভাজন সৃষ্টি করছে, তাদের বলি— আসুন সবাই ঐক্যবদ্ধভাবে ঈদে মিলাদুন্নবী পালন করি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা এ আয়োজন করছি, তিনি যেন আমাদের কবুল করেন।”

অন্যান্য বক্তাদের মতামত : কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেন, “জুলাই আন্দোলনের পর আমরা যে দেশ প্রত্যাশা করেছিলাম, তা হয়নি। রাসূল (সা.)-এর রাজনীতি হলো সত্যিকারের গণঅভ্যুত্থান। তিনি মক্কা বিজয় করেছেন অহংকার, হিংসা ও জুলুমের বিরুদ্ধে। আমরাও সেই জুলুমের বিরুদ্ধে দাঁড়াবো।”

মাশুকে মইনুদ্দীন আহমেদ আল মাইজভান্ডারী বলেন, “বর্তমান সমাজে যে বর্বরতা চলছে, তা কোনোভাবেই নবীর উম্মত হয়ে করা সম্ভব নয়। আমাদের ওপর পরীক্ষা এলে বেশি বেশি দুরুদ পড়তে হবে। রাসূলের জীবনের আলো আমাদের জীবনকে আলোকিত করুক।”

সুন্নি ইসলামি বক্তা গিয়াসউদ্দিন তাহেরি অভিযোগ করে বলেন, “জুলাই আন্দোলনের পর থেকে খানকা, রাজপথ, অফিস কোথাও আমরা নিরাপদ নই। গত এক বছরে ৬৯টি খানকা ভেঙে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাই, এ হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।”
তিনি আরও যোগ করেন, “সাইফুদ্দীন মাইজভান্ডারী যে কোনো অবস্থায় ডাক দিলে সাড়ে বারো হাজার খানকার আশেকান ও মুরিদান রাজপথে নামতে প্রস্তুত।”

আ ক ম মাসুদ বলেন, “আমরা দীর্ঘদিন ধৈর্য ধরেছি। এখন আর ধৈর্যের সময় নেই। আঘাত এলে পাল্টা আঘাত দিতে হবে। আর কোনো আঘাত বিনা প্রতিরোধে ছেড়ে দেওয়া যাবে না।”

সমাবেশের সমাপ্তি -ড. সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর বিশেষ মোনাজাতে ফিলিস্তিনসহ বিশ্বশান্তি কামনা করা হয়।
মাওলানা বাকি বিল্লাহ আল আজহারীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন— আব্দুল্লাহ আল মারুফ, আ ন ম মাসুদ হোসাইন আল কাদেরী, গোলাম মহিউদ্দিন লতিফী, কাজী মো. মোহসীন চৌধুরী প্রমুখ।

বর্ণাঢ্য র‍্যালি, আধ্যাত্মিক আলোচনাসভা ও একাত্মতার শপথের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস সফলভাবে সম্পন্ন হয়।

নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নতুন চর জেগে ওঠায় নাব্যতা সংকট দেখা দিয়েছে

নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ পিএম
কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নতুন চর জেগে ওঠায় নাব্যতা সংকট দেখা দিয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নতুন চর জেগে ওঠায় নাব্যতা সংকট দেখা দিয়েছে, যা মনসুরনগর চরের শিক্ষার্থীদেরসহ স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি করছে; বিশেষ করে স্বাস্থ্যকেন্দ্রে যেতে ও স্কুলে যেতে তাদের ডুবোচরের উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে, যা একটি বড় সমস্যায় পরিণত হয়েছে।
মূল সমস্যা: শুষ্ক মৌসুমে জেগে ওঠা অসংখ্য ডুবোচর যাতায়াতে বাধা দিচ্ছে।
প্রভাব: ছাত্রছাত্রী, রোগীসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
উদাহরণ: মনসুরনগর চরের লোকজন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ এএম
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস। এ দিবস পালন উপলক্ষ্যে সকালে হানাদার মুক্ত দিবসের বিজয় মিছিল,পুস্প্যমাল্য অর্পন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত হয়। এই দিন মুক্তিযোদ্ধাদের প্রবল চাপের মুখে পাকিস্তানি সেনারা পরাজয় মেনে নিয়ে কুড়িগ্রাম ছেড়ে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস। কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার বীর প্রতীকের নেতৃত্বে কুড়িগ্রাম ওভারহেড পানির টাংকির উপর প্রথম স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করা হয়।
এই দিবসের শুরুতে সকাল ৯ টায় একটি বিজয় মিছিল কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে বেড় হয়ে শহর পদক্ষিন করে। পরে কলেজ মোড় স্বাধীনতার বিজয় স্থম্ভে পুস্প্য মাল্য অর্পণ করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সদর কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকারের সঞ্চালনায় এক স্মৃতি চারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,এনডিসি এবিএম মেজবাহ উদ্দিন,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্যা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা মেজর আব্দুস সালাম(অবঃ), বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,প্রবীন সাংবাদিক সফি খান,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা সভাপতি মাহবুবুর রশীদ তালুকদার স্বপন,সহ সভাপতি নব কুমার সরখেল ববি,সাধারণ সম্পাদক আমানুর রহমান খোকন,উদীচী শিল্পিগোষ্ঠির অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক,১৯ সংগঠনের রাজ্য জ্যোতি,জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সদস্য সচিব হেলাল আহমেদ,প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সদস্য সচিব আব্দুল মুমিন বাবু প্রমুখ ।

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি-সম্পাদক তাড়াশের মাসুদ ও মোন্নাফ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬ এএম
জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি-সম্পাদক তাড়াশের মাসুদ ও মোন্নাফ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য গঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তনের রসায়ন বিভাগের শিক্ষার্থী ও তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কৃতী শিক্ষার্থী শাহরিয়ার আব্দুল মোন্নাফ। একই সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী, তাড়াশের নাদোসৈয়দপুর গ্রামের মাসুদ রানা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। দায়িত্বগ্রহণের পর খুব দ্রুত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানান নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক।

সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সভাপতি শাহরিয়ার আব্দুল মোন্নাফ বলেন, “প্রতিবারের মতো এবারও সিরাজগঞ্জ থেকে আগত শিক্ষার্থী ও ভর্তি পরীক্ষার্থীদের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ, সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করে আমরা আরও নতুনত্বের প্রকাশ ঘটাবো।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশেষ সম্মান। এই বিশ্বাস ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমরা সমিতিকে আরও সংগঠিত, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব। আগামী দিনে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের ক্যাম্পাসের সম্পর্ক জোরদার করাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাব।”

নতুন কমিটি ঘোষণায় জাবির সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।