এম এ সিদ্দিক - খাগড়াছড়ি জেলা
জশনে জুলুস ও মিলাদ মাহফিলে ভালোবাসায় মুখরিত ঈদে মিলাদুন্নবী (সাঃ)


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মদিনের এই বিশেষ দিনে মুসলমানরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন তাঁর জীবনাদর্শ।
অনুষ্ঠানটি শাহ সুফি ডা. আলি হোসাইনের সভাপতিত্বে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জশনে জুলুস শেষে মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশনা ও মহানবী (সাঃ)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।