তাড়াশে এমপি মনোনয়ন প্রত্যাশী স.ম. আফছার আলীর নওগাঁ মাজার জিয়ারত ও আলোচনা সভা


৬৪, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী স.ম. আফছার আলী নওগাঁ শাহা শরীফ জিন্দানী (রহঃ) মাজার শরীফ জিয়ারত করেছেন। সোমবার বাদ যোহর তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া শেষে মাজার ময়দানে ইসমাইল হোসেন কালুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীগণ আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে স.ম. আফছার আলীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গণমানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে মনোয়ন পেলে তৃণমূলের নেতাকর্মীরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করবে।
প্রধান অতিথির বক্তব্যে স. ম. আফছার আলী বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। তাড়াশ-রায়গঞ্জের মানুষের অধিকার রক্ষায় রাজপথে যেমন আছি, ভবিষ্যতেও তেমনি সবার পাশে থাকবো। আপনারা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ধানের শীষে ভোট দিবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আ: বারিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শাহাআলম ফকির, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, যুগ্ম আহবায়ক খন্দকার শাহাদাত হোসেন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।