বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

রাণীনগরে নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-১

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৩:৪১ পিএম | 273 বার পড়া হয়েছে
রাণীনগরে নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-১

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে নেশা জাতীয় মাদকদ্রব্য ৪৮পিস ইনজেকশনসহ মেহেদী হাসান (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার চকাদিন মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত মেহেদী হাসান চকাদিন মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মেহেদী হাসান নিজ বাড়িতে মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার চকাদিন মধ্যপাড়া গ্রামে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি তল্লাশী করে নেশা জাতীয় মাদকদ্রব্য ইনজেকশন বুপ্রেনরফিন, ইজিআম ও এমারিনসহ ৪৮পিস ইনজেকশন উদ্ধার করে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দেশের মানুষ ক্ষমতার পালাবদল নয়, রাজনীতির গুণগত পরিবর্তন চায়  রুকন সম্মেলনেঃ  মুহাম্মদ শাহজাহান

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৯:২৬ পিএম
দেশের মানুষ ক্ষমতার পালাবদল নয়, রাজনীতির গুণগত পরিবর্তন চায়  রুকন সম্মেলনেঃ  মুহাম্মদ শাহজাহান

 

দেশের মানুষ ক্ষমতার পালাবদল নয়, রাজনীতির গুণগত পরিবর্তন চায়  রুকন সম্মেলনেঃ  মুহাম্মদ শাহজাহান

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, এই দেশের মানুষ এখন আর ক্ষমতার পালাবদল চায় না, তারা চায় একটি গুণগত রাজনৈতিক পরিবর্তন—যেখানে সত্য, ন্যায়, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।”

চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত দেওয়ানবাজারস্থ ইসলামী একাডেমি (বিআইএ)মিলনায়তনে বিশেষ এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক সংকট, সামাজিক অবক্ষয়, প্রশাসনিক দুর্নীতি এবং নৈতিক অবনতি থেকে জাতিকে মুক্ত করতে হলে প্রয়োজন আদর্শিক নেতৃত্ব ও সুসংগঠিত কর্মী বাহিনী। জামায়াতে ইসলামী সেই আদর্শিক রাজনীতির ধারক ও বাহক হিসেবে জনগনের আস্থার প্রতীক হয়ে কাজ করছে।

তিনি বলেন, দেশের রাজনীতি আজ মূল্যবোধহীনতার চরম পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, বিচার বিভাগ প্রভাবিত, প্রশাসন পক্ষপাতদুষ্ট, এবং সাধারণ মানুষ ন্যূনতম নিরাপত্তা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। এমন প্রেক্ষাপটে ইসলামি রাজনীতিই একমাত্র বিকল্প—যেখানে আল্লাহভীতির ভিত্তিতে পরিচালিত একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, রুকনগণ হচ্ছেন দলের আদর্শিক প্রাণ। তাদের আত্মিক, চারিত্রিক ও সাংগঠনিক পরিশুদ্ধির মাধ্যমে জামায়াতের ভিত শক্তিশালী হবে।” তিনি সকল রুকনকে যুগের চাহিদা অনুযায়ী জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বগুণে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে উক্ত সম্মেলনে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, বায়েজিদ থানা আমীর মাওলানা জাকির হোসাইন, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী (সিসিএ)-এর সভাপতি মুহাম্মদ সেলিম জামান প্রমুখ।

উক্ত রুকন সম্মেলনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানার রুকনগণ উপস্থিত ছিলেন।

যশোর মুদ্রন শিল্প মালিক সমিতির নির্বাচন আজ ১৭ অক্টোবর

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৫৭ পিএম
যশোর মুদ্রন শিল্প মালিক সমিতির নির্বাচন আজ ১৭ অক্টোবর

মালিকুজ্জামান কাকাঃ

যশোর জেলা মুদ্রন শিল্প মালিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন ১৭ অক্টবর। প্রেসক্লাব যশোরে সকালে ভোট শুরু হবে। ১০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ইসাহক। বাকি দুই জন নির্বাচন কমিশনার হলেন এস এম তৌহিদুর রহমান ও অধ্যাপক ইবাদত খান।
নির্বাচন কমিশনার অধ্যাপক ইবাদত খান বলেন, মোট ১৫টি পদে ভোট হবে। ২৮টি মনোনয়ন পত্র জমা পড়ে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাব্বির মালিক বাবু, ইসমাইল হোসেন ও ফজলে রাব্বি মোপাসা। সহ সভাপতি পদে সফিয়ার রহমান, শরিফুল ইসলাম ও সুলতান আহম্মদ তিন প্রতিদ্বন্দ্বী। সাধারণ সম্পাদক পদে প্রার্থী প্রার্থী তিন এরা হলেন, নূর ইসলাম, সেলিম হোসেন ও শাহীন শা রানা।
এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ, আবু ইসাহক বাবু, আহমেদ মঞ্জুরুল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী তিন এরা হলেন ফিরোজ আক্তার লাল্টু, ওয়ারেস আলী খাজা ও মোয়াজ্জেম হোসেন মিন্টু।
প্রচার সম্পাদক পদে দুই প্রার্থী হলেন বিপ্লব মাহাবুব ও রিয়াজ মাহাবুব লালন।
দপ্তর সম্পাদক পদে ইস্রাফিল হোসেন ও এনামুল হক প্রতিদ্বন্দ্বিতায়। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাহিমা খাতুন ও হাফিজ পাশা, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে কাসেম আলী লস্কর ও আবু বককার সিদ্দিকী দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
কোষাধক্ষ পদে প্রার্থী হলেন মাহমুদুল ইসলাম নাসিম ও ফিরোজ উদ্দীন তোতা। ১৫পদে প্রার্থী ২৮জন রয়েছেন। নির্বাহী সদস্য নির্বাচিত হবেন তিন জন। প্রার্থী হলেন রানা হোসেন, জাহিদুল ইসলাম ভুইয়া, কামাল হোসেন ও শরিফুল ইসলাম ল্যাবলু।
গত কয়েক দিন ধরে প্রেসক্লাব কেন্দ্রিক বড় বাজার মসজিদ লেন এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

উখিয়া-টেকনাফ শিক্ষার্থীদের স্বপ্নময় যাত্রার জন্য নতুন বাসের দাবী

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৫৪ পিএম
উখিয়া-টেকনাফ শিক্ষার্থীদের স্বপ্নময় যাত্রার জন্য নতুন বাসের দাবী

 

কামাল উদ্দিন জয়
প্রতিনিধি, কক্সবাজার জেলা

উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকার শিক্ষার্থীরা কক্সবাজার সিটি কলেজে ক্লাসে অংশগ্রহণে বড় সমস্যার মুখোমুখি। কলেজে আগে উখিয়া-টেকনাফ রোডের জন্য বরাদ্দকৃত বাসটি বর্তমানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী পর্যন্ত চলাচল করছে, ফলে সীমান্ত এলাকার শিক্ষার্থীরা নিরাপদ ও সুবিধাজনকভাবে কলেজে পৌঁছাতে পারছে না।

শিক্ষার্থীরা জানিয়েছেন, উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের কলেজে আসতে অন্যান্য শিক্ষার্থীর তুলনায় অনেক বেশি ঝামেলা ও বাধা রয়েছে। একদিকে তাদের মৌলিক শিক্ষার অধিকার সীমিত হচ্ছে, অন্যদিকে কলেজে ১০০% উপস্থিতি নিশ্চিত করতে বাধ্য করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য চাপ সৃষ্টি করছে।

সমস্যার সমাধান হিসেবে শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের কাছে নতুন বাস বরাদ্দের জন্য স্মারকলিপি দিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত ব্যবস্থা নিলে সীমান্ত এলাকার শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে যোগ দিতে পারবে এবং শিক্ষাজীবন স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবে।

স্থানীয় অভিভাবক ও সমাজকর্মীরা এই দাবিকে সমর্থন করে বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করা শিক্ষার মৌলিক অধিকার রক্ষার অংশ। কলেজ প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয়।”

উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের জন্য বাস সুবিধা চালু হলে শত শত শিক্ষার্থী সুবিধাজনক ও নিরাপদভাবে কলেজে পৌঁছাতে পারবে।