শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

রাণীনগরে নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-১

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে নেশা জাতীয় মাদকদ্রব্য ৪৮পিস ইনজেকশনসহ মেহেদী হাসান (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার চকাদিন মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত মেহেদী হাসান চকাদিন মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মেহেদী হাসান নিজ বাড়িতে মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার চকাদিন মধ্যপাড়া গ্রামে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি তল্লাশী করে নেশা জাতীয় মাদকদ্রব্য ইনজেকশন বুপ্রেনরফিন, ইজিআম ও এমারিনসহ ৪৮পিস ইনজেকশন উদ্ধার করে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন