উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার


কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে আমিনুল ইসলাম বিটু (৫২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়। তিনি হায়াৎখাঁন গ্রামের বাসিন্দা এবং উপজেলা যুবলীগের এক নম্বর সদস্য।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের তুলে নিয়ে বর্বরভাবে মারধর করা হয়। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোরা এবং দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান।
এ ঘটনায় আহত এক শিক্ষার্থী মোসাব্বির হোসেন বাদী হয়ে গত ২১ নভেম্বর উলিপুর থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার অন্যতম অভিযুক্ত আমিনুল ইসলাম বিটুকে এখন গ্রেপ্তার করা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, “গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”