রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মেয়েদের সেনাবাহিনী মাঠে যা করনীয়

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩:৫১ পিএম | 77 বার পড়া হয়েছে
মেয়েদের সেনাবাহিনী মাঠে যা করনীয়

সেনাবাহিনী তে শুধু মেয়েদের কিছু তথ্য👮

মেয়েদের সেনাবাহিনী মাঠে যা করনীয়👎👎

সেনাবাহিনীর লাইনে দাড়ানোর আগে অবশ্যই যে বিষয় খেয়াল রাখবেন।
১. ভদ্রতা বজায় রাখুন । কোন প্রকার বেয়াদবি করলে কঠোর শাস্তি তখনই দেওয়া হবে।
২. শরীর উপর থেকে নিচ একেবারে ক্লিন সেভ করা। (গোপনাঙ্গ সহ মেডিকেল এর জন্য)
৩. চুল সাধারন ভাবে রাখবেন। কারণ চুলের ধরন
দেখেই অনেককে বাতিল করা হয়। মানে অগোছালো চুল সেনাবাহিনীতে অপছন্দ।
৪. মোবাইল ফোন না নিলে ভালো। তবে যদি ফোন নিয়ে যান তাহলে ফোনে অশ্লিল বা খারাপ কোন কন্টেন্ট/SMS/ Video ইত্যাদি থাকতে পারবে না। (না জানিয়ে চ্যাক করবে)
৫. সততা বা সত্যি কথা বলুন।
৬. ঘোষ থেকে বিরত থাকুন। (দিতে চাইলে মার+জেল হবে)
৭. পরিক্ষার জন্য। সাধারন গনিত সূত্র, সাধারন জ্ঞান আর কিছু ইংরেজি অনুবাদ বা পেরেগ্রাফ জানা থাকলেই চলবে।
৮. আপনি যদি পাবলিক স্কেলে অর্থাৎ মাপের ফিতায় 5.8″ হয়ে থাকেন তাহলে সেনাবাহিনীর মাপে সেটা 5.7″/5.⅞” হবে। কারন আমাদের স্কেলে একটু বেশি বারতি থাকে।
৯. সেনানিবাসে কোন সেলফি বা ছবি তোলা নিষেধ।
১০. আপনি লিখিত পরীক্ষা দেওয়ার সময় নিজের মাথা ভুলে’ও ডানবামে নড়াচড়া করবেন না।
১১. বাইভায় ( মৌখিক ) সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন।
১২. সেনানিবাস গেইট এ গিয়ে এদিক ওদিক ঘুরাঘুরি করবেন না।
১৩. খুব বেশি সাজগোজ না করাই ভাল, সাধারন ভাবে চলার চেষ্টা করবেন।
১৪. আপনার A to Z জামা কাপর ব্যাগ করে নিয়ে যাবেন মেডিকেল এ ধরকার পড়তে পারে
১৬. শরীরলে কোনো টেটু+ কার ও নাম লেখা তাকলে যাওয়ার ধরকার নাই।
১৭.আপনাদের মাঠ কার্যক্রম করবে মেয়ে অফিসার রা এবং মেডিকেল ও মেয়েরাই করবে তাই যখন যা বলা হয় লজ্জা বাদ দিয়ে করে ফেলুন নইলে বাদ দেওয়া হবে।
১৮. যার যার personality ভেবে যাবেন। আপনি কোনো বাজে অভ্যাস এ শিকার থাকলে পরিচিত কোনো সেনাবাহিনী কে লজ্জা না ভেবে বলে এটার সমাধান করে যাওয়ার চেষ্টা করবেন।

রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আশিকুর সরকার (রাব্বি) প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম
রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগে বৈষম্য ও অনিয়মের অভিযোগ এবং পুনরায় তদন্ত পূর্বক শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় লটারির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বঞ্চিত আবেদনকারীগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটির অনিয়মের প্রমাণ পাওয়া গেছে,অনিয়মের মাধ্যমে যাচাই-বাছাইয়ে বাদ পরা ব্যাক্তিদের সুকৌশলে ডিলার নিয়োগ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্দিষ্ট এলাকার বাসিন্দা না হয়েও অনেকেই এই নিয়োগপ্রাপ্ত হন।নিয়োগ পাওয়ার যোগ্য অনেক ব্যক্তিকে সুকৌশলে বাদ দিয়ে নিয়ম বহি:ভূর্ত বাহিরের অনেক কে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।ডিলার নিয়োগে এহেন বৈষম্যরোধে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় তদন্ত সাপেক্ষে লটারির আহবান জানান বঞ্চিত আবেদনকারীগণ।

রোববার দুপুরে ১২:০০ টা উপজেলা পরিষদ চত্ত্বরের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন,আব্দুল মোত্তালেব,আজিজুল ইসলাম,ফখরুল ইসলাম, রাজু ইসলাম, আহসান, সহিদুল ইসলাম,রোকেয়া বেগম,দৌলত হোসেন,আব্দুল লতিফ,সেকেন্দার আলী লিমন,হান্নান মিয়া আব্দুল লতিফ বাবলুসহ আরও অনেকে।

হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৬ পিএম
হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শুরু হয়েছে বিভিন্ন মাঠের পাট কাটা। তবে খালবিলে ও মাঠে পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সংকটে পড়েছেন চাষিরা। রাস্তার পাশে খাল ও পুকুরের পানি দিয়ে পাট জাগ দেওয়া শুরু হলেও আঁশের মান তেমন ভালো হচ্ছে না। এতেই বিপাকে পড়েছেন কৃষকরা।

পাট চাষিরা জানান, হরিপুরে উপজেলায় দুটি বড় বিলের পাশে পানি না থাকার কারণে পাট পচানো সমস্যা হয়েছে । পানি সরাসরি বিলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় পাটের জাগ নিয়ে সংকট দেখা দিয়েছে।

পাট চাষি মো. আবদুল মালেক ও সারোয়ার হোসেন বলেন খালবিলে, নদীনালায়, পুকুরে পানি নেই; পাট জাগ দেওয়ার জায়গাও নেই। এখন আমরা পাট নিয়ে সংকটে পড়েছি। এজন্য হরিপুর উপজেলায় পার্শ্ববর্তী বিলে আমরা পাট জাগ দিয়েছি।

সমির হোসেন নামে আরেকজন বলেন, বৃষ্টিতে পাটক্ষেতে অল্প পানি জমেছে, এতে পাটের গোড়া নষ্ট হয়ে গেছে। ক্ষেতে বেশি পানি হলে পাটের গোড়া পচন ধরত না। ক্ষেতের পাট ক্ষেতেই জাগ দেওয়া যেত। এখন পিকআপ ও ভ্যান ভাড়া করে পাট জাগ দিতে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে। এতে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

মিনাপুর গ্রামের সারোয়ার হোসেন বলেন, আমাদের হরিপুর ইউনিয়নের মাঠে-ঘাটে কোথাও পানি নেই। পাট কেটে জাগ দিতে অনেক কষ্ট হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন জানান, এ বছর হরিপুরে ৪৭০ হেক্টর জমিতে বিভিন্ন জায়গায় পাটের আবাদ হয়েছে। পানি না থাকায় পাটের জাগ দেওয়া নিয়ে সমস্যা পড়ছেন কৃষকরা। কেউ কেউ পুকুরে নদীতে পাটের জাগ দিচ্ছে।

সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৪ পিএম
সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

”আমার সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে”
যখন আশেপাশে শুনি —
“এটা তো সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরো”
“তুমি কেন এত ভাবছো? সব ঠিক হয়ে যাবে”
“এটা তো সম্পর্কের অংশ, মানিয়ে নিতে হবে”
তখন সেই শূন্যতা কোথায় যাবে?
হুরায়রা কনসালটেন্সি এমন একটা জায়গা,
যেখানে আপনি আপনার সম্পর্কের টানাপোড়েন খুলে বলতে পারেন,
কেউ আপনাকে ছোট করবে না,
কেউ আপনাকে দোষী মনে করবে না।
আমরা জানি, সম্পর্কের মাঝে এই অনিশ্চয়তা অনেক সময় ভয়াবহ হতে পারে,
আপনি একা নন,
আমি হুরায়রা শিশির এবং আমার টিম পাশে আছি।
চলুন, একসাথে চেষ্টা করি কিভাবে একটু একটু করে ভালো থাকা যায়।

error: Content is protected !!