রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

নরসিংদীর চরাঞ্চলের জনমানুষের আস্থার প্রতীক: মোঃ মনিরুল ইসলাম (মনির)

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১০:৪৯ এএম | 70 বার পড়া হয়েছে
নরসিংদীর চরাঞ্চলের জনমানুষের আস্থার প্রতীক: মোঃ মনিরুল ইসলাম (মনির)

নরসিংদীর ছাত্রনেতা থেকে জননেতা, আগামী চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণমানুষের প্রত্যাশা

নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চল করিমপুর ইউনিয়নের মানুষের হৃদয়ে ইতোমধ্যে একটি নাম সুপ্রতিষ্ঠিত – মোঃ মনিরুল ইসলাম (মনির)। ৩৪ বছর ধরে নিরলসভাবে রাজনীতির নানা স্তরে দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছেন একজন ত্যাগী, পরিশ্রমী ও জনসেবক নেতা হিসেবে। তাঁর নেতৃত্বে করিমপুরের মতো পিছিয়ে পড়া এলাকার মানুষ আজ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার স্বপ্ন দেখছে।

রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা

মোঃ মনিরুল ইসলাম ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন।

তিনি ছিলেন নরসিংদী শহর ছাত্রদলের সভাপতি (১৯৯২-১৯৯৯)।

এরপর নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক (২০০১-২০০৫) হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

শহর বিএনপির যুগ্ম সম্পাদক (২০০২-২০১০), সহ-সভাপতি (২০১০-২০১৫), এবং পরবর্তীতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নরসিংদী জেলা’র সদস্য সচিব (২০১২-২০১৭) ছিলেন।

বর্তমানে তিনি নরসিংদী জেলা বিএনপির এক্সিকিউটিভ মেম্বার এবং করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব (২০১৭-বর্তমান) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক ও মানবিক সংগঠনে সক্রিয় ভূমিকা

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি অগ্রণী।

নরসিংদী পাবলিক লাইব্রেরি এবং নরসিংদী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ও যুগ্ম সম্পাদক হিসেবে জ্ঞান ও স্বাস্থ্যসেবায় ভূমিকা রেখেছেন।

চরাঞ্চল ব্লাড ডোনার ক্লাব এর প্রধান উপদেষ্টা হিসেবে বহু রোগীর জীবন বাঁচাতে পাশে দাঁড়িয়েছেন।

চরকুমিল্লা ছাত্র-ছাত্রী ঐক্যজোটের সভাপতি এবং চিশতিয়া দরবার শরীফ কমিরপুরের উপদেষ্টা হিসেবে তিনি তরুণ সমাজকে ঐক্য ও মানবিক কাজে উৎসাহিত করেছেন।

জনগণের প্রত্যাশা: চেয়ারম্যান পদে মনোনয়ন চান মনিরুল ইসলামকে

করিমপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ আজ একবাক্যে বলছে –
“আমরা আমাদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই মোঃ মনিরুল ইসলাম মনিরকে।”
কারণ, তিনি শুধু রাজনীতিবিদ নন, একজন মানবিক মানুষ। দরিদ্র, অসহায়, শিক্ষার্থী, বৃদ্ধ—সবাই তাঁর কাছে সমান স্নেহ পায়।
যখনই কারও পাশে দাঁড়ানো দরকার, মনির ভাই ছিলেন – আছেন – থাকবেন।

তিনি ইউনিয়নবাসীর জন্য যে উন্নয়ন পরিকল্পনা করেছেন তা হলো:

চরাঞ্চলে পাকা রাস্তা নির্মাণ ও নৌ-যোগাযোগ ব্যবস্থা আধুনিক করা

চরবাসীর জন্য স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র ও ব্লাড ব্যাংক স্থাপন

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

দরিদ্র ও অসহায়দের জন্য খাদ্যসামগ্রী সহায়তা ও ঘর নির্মাণ

মোঃ মনিরুল ইসলাম (মনির) একজন পরীক্ষিত, ত্যাগী ও মানবিক রাজনীতিক। করিমপুর ইউনিয়নের জনগণ মনে করেন, বিএনপি যদি তাঁকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তবে এই জননেতা করিমপুরকে উন্নয়নের নতুন দিগন্তে নিয়ে যাবেন।

রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আশিকুর সরকার (রাব্বি) প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম
রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগে বৈষম্য ও অনিয়মের অভিযোগ এবং পুনরায় তদন্ত পূর্বক শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় লটারির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বঞ্চিত আবেদনকারীগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটির অনিয়মের প্রমাণ পাওয়া গেছে,অনিয়মের মাধ্যমে যাচাই-বাছাইয়ে বাদ পরা ব্যাক্তিদের সুকৌশলে ডিলার নিয়োগ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্দিষ্ট এলাকার বাসিন্দা না হয়েও অনেকেই এই নিয়োগপ্রাপ্ত হন।নিয়োগ পাওয়ার যোগ্য অনেক ব্যক্তিকে সুকৌশলে বাদ দিয়ে নিয়ম বহি:ভূর্ত বাহিরের অনেক কে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।ডিলার নিয়োগে এহেন বৈষম্যরোধে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় তদন্ত সাপেক্ষে লটারির আহবান জানান বঞ্চিত আবেদনকারীগণ।

রোববার দুপুরে ১২:০০ টা উপজেলা পরিষদ চত্ত্বরের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন,আব্দুল মোত্তালেব,আজিজুল ইসলাম,ফখরুল ইসলাম, রাজু ইসলাম, আহসান, সহিদুল ইসলাম,রোকেয়া বেগম,দৌলত হোসেন,আব্দুল লতিফ,সেকেন্দার আলী লিমন,হান্নান মিয়া আব্দুল লতিফ বাবলুসহ আরও অনেকে।

হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৬ পিএম
হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শুরু হয়েছে বিভিন্ন মাঠের পাট কাটা। তবে খালবিলে ও মাঠে পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সংকটে পড়েছেন চাষিরা। রাস্তার পাশে খাল ও পুকুরের পানি দিয়ে পাট জাগ দেওয়া শুরু হলেও আঁশের মান তেমন ভালো হচ্ছে না। এতেই বিপাকে পড়েছেন কৃষকরা।

পাট চাষিরা জানান, হরিপুরে উপজেলায় দুটি বড় বিলের পাশে পানি না থাকার কারণে পাট পচানো সমস্যা হয়েছে । পানি সরাসরি বিলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় পাটের জাগ নিয়ে সংকট দেখা দিয়েছে।

পাট চাষি মো. আবদুল মালেক ও সারোয়ার হোসেন বলেন খালবিলে, নদীনালায়, পুকুরে পানি নেই; পাট জাগ দেওয়ার জায়গাও নেই। এখন আমরা পাট নিয়ে সংকটে পড়েছি। এজন্য হরিপুর উপজেলায় পার্শ্ববর্তী বিলে আমরা পাট জাগ দিয়েছি।

সমির হোসেন নামে আরেকজন বলেন, বৃষ্টিতে পাটক্ষেতে অল্প পানি জমেছে, এতে পাটের গোড়া নষ্ট হয়ে গেছে। ক্ষেতে বেশি পানি হলে পাটের গোড়া পচন ধরত না। ক্ষেতের পাট ক্ষেতেই জাগ দেওয়া যেত। এখন পিকআপ ও ভ্যান ভাড়া করে পাট জাগ দিতে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে। এতে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

মিনাপুর গ্রামের সারোয়ার হোসেন বলেন, আমাদের হরিপুর ইউনিয়নের মাঠে-ঘাটে কোথাও পানি নেই। পাট কেটে জাগ দিতে অনেক কষ্ট হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন জানান, এ বছর হরিপুরে ৪৭০ হেক্টর জমিতে বিভিন্ন জায়গায় পাটের আবাদ হয়েছে। পানি না থাকায় পাটের জাগ দেওয়া নিয়ে সমস্যা পড়ছেন কৃষকরা। কেউ কেউ পুকুরে নদীতে পাটের জাগ দিচ্ছে।

সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৪ পিএম
সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

”আমার সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে”
যখন আশেপাশে শুনি —
“এটা তো সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরো”
“তুমি কেন এত ভাবছো? সব ঠিক হয়ে যাবে”
“এটা তো সম্পর্কের অংশ, মানিয়ে নিতে হবে”
তখন সেই শূন্যতা কোথায় যাবে?
হুরায়রা কনসালটেন্সি এমন একটা জায়গা,
যেখানে আপনি আপনার সম্পর্কের টানাপোড়েন খুলে বলতে পারেন,
কেউ আপনাকে ছোট করবে না,
কেউ আপনাকে দোষী মনে করবে না।
আমরা জানি, সম্পর্কের মাঝে এই অনিশ্চয়তা অনেক সময় ভয়াবহ হতে পারে,
আপনি একা নন,
আমি হুরায়রা শিশির এবং আমার টিম পাশে আছি।
চলুন, একসাথে চেষ্টা করি কিভাবে একটু একটু করে ভালো থাকা যায়।

error: Content is protected !!