শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

নরসিংদীর চরাঞ্চলের জনমানুষের আস্থার প্রতীক: মোঃ মনিরুল ইসলাম (মনির)

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১০:৪৯ এএম | 120 বার পড়া হয়েছে
নরসিংদীর চরাঞ্চলের জনমানুষের আস্থার প্রতীক: মোঃ মনিরুল ইসলাম (মনির)

নরসিংদীর ছাত্রনেতা থেকে জননেতা, আগামী চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণমানুষের প্রত্যাশা

নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চল করিমপুর ইউনিয়নের মানুষের হৃদয়ে ইতোমধ্যে একটি নাম সুপ্রতিষ্ঠিত – মোঃ মনিরুল ইসলাম (মনির)। ৩৪ বছর ধরে নিরলসভাবে রাজনীতির নানা স্তরে দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছেন একজন ত্যাগী, পরিশ্রমী ও জনসেবক নেতা হিসেবে। তাঁর নেতৃত্বে করিমপুরের মতো পিছিয়ে পড়া এলাকার মানুষ আজ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার স্বপ্ন দেখছে।

রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা

মোঃ মনিরুল ইসলাম ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন।

তিনি ছিলেন নরসিংদী শহর ছাত্রদলের সভাপতি (১৯৯২-১৯৯৯)।

এরপর নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক (২০০১-২০০৫) হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

শহর বিএনপির যুগ্ম সম্পাদক (২০০২-২০১০), সহ-সভাপতি (২০১০-২০১৫), এবং পরবর্তীতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নরসিংদী জেলা’র সদস্য সচিব (২০১২-২০১৭) ছিলেন।

বর্তমানে তিনি নরসিংদী জেলা বিএনপির এক্সিকিউটিভ মেম্বার এবং করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব (২০১৭-বর্তমান) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক ও মানবিক সংগঠনে সক্রিয় ভূমিকা

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি অগ্রণী।

নরসিংদী পাবলিক লাইব্রেরি এবং নরসিংদী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ও যুগ্ম সম্পাদক হিসেবে জ্ঞান ও স্বাস্থ্যসেবায় ভূমিকা রেখেছেন।

চরাঞ্চল ব্লাড ডোনার ক্লাব এর প্রধান উপদেষ্টা হিসেবে বহু রোগীর জীবন বাঁচাতে পাশে দাঁড়িয়েছেন।

চরকুমিল্লা ছাত্র-ছাত্রী ঐক্যজোটের সভাপতি এবং চিশতিয়া দরবার শরীফ কমিরপুরের উপদেষ্টা হিসেবে তিনি তরুণ সমাজকে ঐক্য ও মানবিক কাজে উৎসাহিত করেছেন।

জনগণের প্রত্যাশা: চেয়ারম্যান পদে মনোনয়ন চান মনিরুল ইসলামকে

করিমপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ আজ একবাক্যে বলছে –
“আমরা আমাদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই মোঃ মনিরুল ইসলাম মনিরকে।”
কারণ, তিনি শুধু রাজনীতিবিদ নন, একজন মানবিক মানুষ। দরিদ্র, অসহায়, শিক্ষার্থী, বৃদ্ধ—সবাই তাঁর কাছে সমান স্নেহ পায়।
যখনই কারও পাশে দাঁড়ানো দরকার, মনির ভাই ছিলেন – আছেন – থাকবেন।

তিনি ইউনিয়নবাসীর জন্য যে উন্নয়ন পরিকল্পনা করেছেন তা হলো:

চরাঞ্চলে পাকা রাস্তা নির্মাণ ও নৌ-যোগাযোগ ব্যবস্থা আধুনিক করা

চরবাসীর জন্য স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র ও ব্লাড ব্যাংক স্থাপন

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

দরিদ্র ও অসহায়দের জন্য খাদ্যসামগ্রী সহায়তা ও ঘর নির্মাণ

মোঃ মনিরুল ইসলাম (মনির) একজন পরীক্ষিত, ত্যাগী ও মানবিক রাজনীতিক। করিমপুর ইউনিয়নের জনগণ মনে করেন, বিএনপি যদি তাঁকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তবে এই জননেতা করিমপুরকে উন্নয়নের নতুন দিগন্তে নিয়ে যাবেন।

খ: আওয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম

ঘর,প্রেম ও মানবতার গান

===================

    🖊️হায়দার খালীদ

মাটির ঘরে সকাল আসে, ধোঁয়া ওঠে চুলোর ধারে,

মায়ের গলায় ঘুমপাড়ানি গান, শিশুরা ঘুম ভাঙে কারে?

খেজুর পাতার খড়ের ছাওয়া, পুকুরঘাটে ভেজা জল,

গৃহস্থালীর মায়া-গন্ধে বেঁচে ওঠে প্রাণের দল।

চাষার ঘামে সোনার দানা, মাঠে জন্মে ফসলের গান,

স্ত্রীর চোখে নীল দিগন্তে স্বপ্ন রাখে সারা প্রাণ।

কিশোর কিশোরী প্রেমে ভেসে নদীর তীরে বাঁধে আশা,

চিঠির পাতায় অক্ষর হয়ে ফুটে ওঠে ভালবাসা।

কিন্তু সমাজ! হায় সমাজ! আঁধার মাখা দেয়াল ঘেরা,

সত্যকে করে তুচ্ছ তারা, মিথ্যা পায় সোনার সেরা।

অসঙ্গতির বিষাক্ত শ্বাসে নষ্ট হয় কত হৃদয়,

অন্যায়ের রুদ্র ঝড়ে কেঁদে ওঠে দিগন্তময়।

তবুও প্রেম থামে না কিছুতেই—

হাতে হাত রেখে দু’জন মানুষ

বলে যায় ধ্বনি—আহবান,

“মানুষের আগে ধর্ম নয়,

মানবতার আগুনে জ্বলে সব আলোর নিশান।”

পাহাড় ডাক দেয় শক্তির মতো,

তাদের বুকে দাঁড়িয়ে থাকে শত সহস্র বছর,

নদী গেয়ে যায় চিরন্তন স্রোতের সুরে—

কখনো শান্ত, কখনো প্রলয় ভরা মহাস্বর।

যখন বন্যা নেমে আসে—

চোখের জলে ভেসে যায় ঘর,

শিশুরা হারায় নৌকার খোঁজে,

ধানের খেতে জমে শুধু শোকের ঘোর।

আবার কখনো খরা এসে,

পুড়িয়ে দেয় ধানের স্বপ্ন,

ফেটে যায় মাটির বুক,

শুকিয়ে যায় নদীর কণ্ঠ।

তবু এই অন্ধকার ভেদ করে

মানুষ দাঁড়ায় মানুষের পাশে,

ভাঙা ঘরে, ক্ষুধার রাতে

এক মুঠো ভাতও ভাগ হয় ভালোবাসায়।

প্রেম তখন শুধু দেহের নয়,

প্রেম তখন মানুষ বাঁচানোর হাত,

মানবতার গান হয়ে ওঠে

দুর্ভিক্ষের বুক ভেদ করা শক্তির বাতাস।

যতই আঁধার নামুক সমাজে,

যতই অন্যায় ছড়াক বিষ,

ঘরের আলো, প্রেমের গান,

পাহাড়-নদীর ডাক, আর মানবতা—

সবাই মিলে হয়ে ওঠে এক মহাকাব্য,

জীবনকে শেখায়—

“মানুষের জন্য মানুষই আশ্রয়,

মানবতার আগুনেই বাঁচে আগামী।”

কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

মোঃ নাহিদ হাসান রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম
কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

কুড়িগ্রামে রাজারহাটের, রাজারহাট ইউনিয়নের,দেবী চরণ গ্রামে আজ সকাল ১০ঃ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আনিসুর রহমান জানান, আমরা পাওনা টাকা চাইতে গেলে আমি ও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আফরোজা বেগমকে নির্মমভাবে মারধর করে লুৎফর রহমান ও তাঁর দুই ছেলে। আনিসুর রহমান বলেন, আমি ও আমার স্ত্রী কে রামদা দিয়ে হাত এবং মাথায় কুপিয়ে মারার চেষ্টা করে অভিযোগ এনে আনিসুর রহমান আরো বলেন, আমার মাথায় চোট লাগে এবং আমার স্ত্রী আমাকে বাঁচাতে গেলে তার আমার স্ত্রীর হাতে ব্যাপক মারধর করে, যদিও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তসত্ত্বা থাকায় পেটের মধ্যে পা দিয়ে লাথি মারার কারণে এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আনিসুর রহমানের কাছে থেকে ৫৫ হাজার টাকা কেড়ে নেয়। এবং পাওনা টাকা চাইতে গেলে, এই ঘটনাটির শিকার হয় আনিসুর রহমান ও তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। এ ঘটনায় এলাকাবাসীর লুৎফা রহমান ও তার দুই ছেলে উপর অনেক ক্ষোভ প্রকাশ করে তাদের বিচারের দাবি করে ও আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি জানায় এলাকাবাসী।

কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২১ পিএম
কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার কাহালু রেল স্টেশনের সংলগ্ন কাহালু উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৭১ ভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদুল ইসলাম রবি। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ মোরশেদুল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক দেশ সেবার কাহালু উপজেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন।

এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি: মোঃ নজরুল ইসলাম (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার সোনার দেশ)

দপ্তর সম্পাদক: মোঃ রাসেল হোসেন (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ)

কার্যকরী সদস্য: মোঃ আব্দুল মান্নান, মোঃ আলামিন হোসেন, সেলিম চৌধুরী।

সভা শেষে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।