গোহাইল ইসলামীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন ইউএনও তাইফুর রহমান


বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাইফুর রহমান। আজ (৩ জুলাই ২০২৫) তাকে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাইফুর রহমান বলেন, “শিক্ষার মানোন্নয়নে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।