শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রমনায় বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৪:৪৬ পিএম | 50 বার পড়া হয়েছে
রমনায় বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন

বহুল আলোচিত ২০০১ সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। অন্য আসামিদের ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে ৯ আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও একজন।

এ ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৪ সালের ২৩ জুন বিচারিক আদালত হত্যা মামলার রায় ঘোষণা করেন।

এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে।

এ মামলায় বিচারিক আদালত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ আটজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এরমধ্যে সিলেটে গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে।

কক্সবাজার জেলা প্রতিনিধি

টেকনাফে ৪৬ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজার জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৫:৩০ পিএম
টেকনাফে ৪৬ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে ৪৬ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স নীতি” বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায়, গত ১ ফেব্রুয়ারী থেকে ১৬ এপ্রিল পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও আউটপোস্ট শাহপরী কর্তৃক সমুদ্র উপকূল হতে কোস্ট গার্ডের একক এবং র‍্যাবের সমন্বয়ে ১২ টি মাদক বিরোধী অভিযানে সর্বমোট ৪৫ কোটি ৫০ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৯ লক্ষ ৬ হাজার ৪৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও গাঁজার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা ও জিডি করা হয় এবং আলামত হিসেবে ৯৮০ (নয়শত আশি) পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজা থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার স্মারক নং ৪৩৬/২৫ (১১) ২ তারিখ ৩০ এপ্রিল ২০২৫ মোতাবেক বিসিজি স্টেশন টেকনাফে রক্ষিত ৯ লক্ষ ৫ হাজার ৪৯০ পিচ ইয়াবা ও ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়।

প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ১৬ মে সকাল ১০ টায় বিসিজি স্টেশন টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজা ১, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার-৫ (ইনচার্জ মালখানা) এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন প্রতিনিধিদের উপস্থিতিতে ৯ লক্ষ ৫ হাজার ৪৯০ পিস ইয়াবা ও ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়।

উক্ত কর্মকান্ডে যৌথ অভিযানে অংগ্রহণকারী র‍্যাব এবং পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচাররোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার( বিএন) সালাহউদ্দিন রশীদ তানভীর।

প্রতীক কুমার (উলিপুর )কুড়িগ্রাম প্রতিনিধিঃ

উলিপুরে সংবাদ সম্মেলন করে বিএনপির ৪ নেতার পদত্যাগ

প্রতীক কুমার (উলিপুর )কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৫:২৮ পিএম
উলিপুরে সংবাদ সম্মেলন করে বিএনপির ৪ নেতার পদত্যাগ

প্রতীক কুমার (উলিপুর )কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে স্বপদে পদত্যাগ করেছেন দলটির চার নেতা। শুক্রবার (১৫ মে) দুপুরে উলিপুর বাজারস্থ বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন—দেওয়ান নুরেচ্ছাবা স্টার, আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান ও আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আমিনুল ইসলাম ফুলু বলেন, “ঘোষিত আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি প্রকৃতপক্ষে একটি পকেট কমিটি।”

তিনি অভিযোগ করে বলেন, “কমিটির আহ্বায়ক তারিক আবু আলা চৌধুরী অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মেয়র থাকাকালে তিনি আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন পদে বসিয়ে বিএনপির আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছেন।”

পদত্যাগী নেতারা অবিলম্বে পকেট কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রৌমারী মডেল প্রেসক্লাবের শুভ উদ্বোধন

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৩:১১ পিএম
রৌমারী মডেল প্রেসক্লাবের শুভ উদ্বোধন

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার(১৫ মে ২০২৫খ্রি:) বিকাল তিন ঘটিকার সময় রৌমারী ইসলামী ব্যাংক সংলগ্ন রৌমারী মডেল প্রেসক্লাব এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এক জমকালো আয়োজন এর মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়৷ ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান রঞ্জু সদস্য-সচিব উপজেলা বিএনপি রৌমারী শাখাও রৌমারী মডেল প্রেসক্লাব এর উপদেষ্টা।মোস্তাফিজুর রহমান মোস্তাক সাবেক আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখাও রৌমারী মডেল প্রেসক্লাব এর উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও রৌমারী মডেল প্রেসক্লাব এর উপদেষ্টা নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব ও রৌমারী মডেল প্রেসক্লাব এর উপদেষ্টা রবিউল ইসলাম রানা, মাওলানা মাসুদুর রহমান, প্রবীন সাংবাদিক , উপজেলা বিএনপি’র আহ্বায়ক সদ্যস শাহাজালাল রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শামিম আহমেদ, বন্দবেড় ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মনিবুর রহমান মামুনসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও সাংবাদিকগণ৷ সোহেল রানা স্বপ্নের উপস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন রৌমারী মডেল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম।