রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সংবাদ লেখার নিয়ম, ধাপ ও আইন

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৪:২১ পিএম | 210 বার পড়া হয়েছে
সংবাদ লেখার নিয়ম, ধাপ ও আইন

একজন সাংবাদিক হিসেবে সকলের পেশাগতভাবে সংবাদ লেখার কিছু মূল নিয়ম, ধাপ ও আইন জানা অত্যন্ত জরুরি। নিচে সহজভাবে ধাপে ধাপে তুলে ধরা হলো: মনোযোগ দিয়ে পড়ুন।
🖋️ *সংবাদ লেখার ধাপ ও নিয়মাবলি*
✅ *১. হেডলাইন (শিরোনাম) তৈরি*
– সংক্ষিপ্ত, আকর্ষণীয় ও তথ্যবহুল হতে হবে
– পাঠকের আগ্রহ তৈরি করে
– প্রধান বার্তাটি তুলে ধরতে হবে
✅ *২. লিড (Lead) লেখা*
– সংবাদের প্রথম অনুচ্ছেদ – সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ
– “কখন, কোথায়, কী, কেন, কে, কিভাবে” – এই ছয়টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর এখানে থাকতে হবে
– এটিই পাঠককে পুরো রিপোর্ট পড়তে আগ্রহী করে
✅ *৩. বডি (মূল অংশ) লেখা*
– তথ্যের ক্রম ধরে বিস্তারিত বর্ণনা
– ঘটনা, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া, পরিপ্রেক্ষিত
– উদ্ধৃতি বা কোটেশন ব্যবহার করতে হবে নির্ভরযোগ্য সূত্র থেকে
– ভাষা হবে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও প্রাঞ্জল
✅ *৪. উৎস বা সূত্র উল্লেখ*
– তথ্য সংগ্রহ কোথা থেকে করা হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে
– “সূত্রমতে” বললে, সেটা নির্ভরযোগ্য কিনা তা যাচাই করা জরুরি
✅ *৫. সমাপ্তি বা উপসংহার*
– ঘটনার সারাংশ বা পরবর্তী করণীয় সংক্ষেপে তুলে ধরা
– পাঠক যেন সংবাদটি পড়ে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পায়
⚖️ *সংবাদ লেখার আইনি দিক (বাংলাদেশ প্রসঙ্গে)*
✅ *১. মানহানি আইন (দণ্ডবিধি ৫০০ ধারা)*
– কাউকে উদ্দেশ্য করে মিথ্যা বা অপমানজনক তথ্য ছড়ালে মানহানি মামলা হতে পারে
– সত্য হলেও তা যদি “Public Interest”-এ না হয়, তবু ঝুঁকি থাকতে পারে।
– ✅ *২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন / ডিজিটাল নিরাপত্তা আইন (২০১৮)*
– অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর বা রাষ্ট্রবিরোধী তথ্য প্রচারে শাস্তির বিধান
– কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে
✅ *৩. অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট (১৯২৩)*
– রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করলে জেল-জরিমানার বিধান
✅ *৪. আদালত অবমাননা আইন*
– বিচারাধীন মামলা সম্পর্কে ভুল বা প্রভাব ফেলতে পারে এমন রিপোর্ট করা নিষেধ
✅ *৫. শিশু সুরক্ষা আইন*
– শিশু সংক্রান্ত সংবাদের ক্ষেত্রে পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে (বিশেষ করে ভিকটিম বা অভিযুক্ত হলে)
📌 *ভাষা ও আচরণগত নিয়মাবলি*
– হেয়প্রতিপন্ন করা, রঙচঙে ভাষা ব্যবহার নয়
– মিথ্যা বা অপপ্রচার নয় – “Fact-check” বাধ্যতামূলক
– ব্যক্তিগত মতামত নয়, বরং তথ্যভিত্তিক উপস্থাপন
– “Right to reply” অর্থাৎ অভিযোগপ্রাপ্ত ব্যক্তির প্রতিক্রিয়া নেওয়া
✍️ *সাংবাদিকতায় মূলনীতির সংক্ষিপ্তসার*
| নীতিমালা | ব্যাখ্যা |
|———-|———-|
| *সত্যতা* | তথ্য যাচাই করে রিপোর্ট করা |
| *স্বচ্ছতা* | উৎস ও প্রক্রিয়া গোপন না রাখা |
| *দ্বায়িত্বশীলতা* | তথ্য ভুল হলে সংশোধন করা |
| *নিরপেক্ষতা* | পক্ষপাতদুষ্ট না হওয়া |
| *জনস্বার্থ* | তথ্য জনগণের উপকারে আসে কিনা, তা বিবেচনা করা |
সকালে উপরের ধাপ গুলো অনুসরণ করবেন।
প্রয়োজনে কপি করে নোটপ্যাডে রেখে দিন। যখনই তথ্য সংগ্রহ করতে যাবেন বা নিউজ লিখতে বসবেন তখন এগুলো মাথায় রাখবেন।

ঈশ্বরদীতে বাপ্পী’র তথাকথিত মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক এবং মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মামুনুর রহমান,ঈশ্বরদী পাবনা প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৩৫ পিএম
ঈশ্বরদীতে বাপ্পী’র তথাকথিত মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক এবং মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজ রবিবার (০৩ আগস্ট) সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে গত ১ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে ঢাকা রিপোর্টার ইউনিটি মিলনায়তনে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বৈরাচারী শেখ হাসিনার ট্রেন বহরে হামলা-মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত হয়ে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা জাতীয় বীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা জাকারিয়া পিন্টুসহ ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, এবং উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের বিরুদ্ধে জুবায়ের হোসেন বাপ্পী’র তথাকথিত মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক এবং মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামসুদ্দিন আহমেদ মালিথা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল।

চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার- ১৪ 

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৩২ পিএম
চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার- ১৪ 

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও জামায়াতের ইউনিয়ন সভাপতিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) গভীর রাতে ঢুষমারা থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার সময় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে জুয়ার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নয়ারহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন জামায়াতের সভাপতি সানোয়ার হোসেন (২৮), আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আব্দুল মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭) ও সুমন (২৬)। তারা সকলেই ঢুষমারা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃতদের রোববার (৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, চিলমারী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বা খারাপ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন নেতৃত্ব গঠন করা হবে।

রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আশিকুর সরকার (রাব্বি) প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম
রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগে বৈষম্য ও অনিয়মের অভিযোগ এবং পুনরায় তদন্ত পূর্বক শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় লটারির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বঞ্চিত আবেদনকারীগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটির অনিয়মের প্রমাণ পাওয়া গেছে,অনিয়মের মাধ্যমে যাচাই-বাছাইয়ে বাদ পরা ব্যাক্তিদের সুকৌশলে ডিলার নিয়োগ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্দিষ্ট এলাকার বাসিন্দা না হয়েও অনেকেই এই নিয়োগপ্রাপ্ত হন।নিয়োগ পাওয়ার যোগ্য অনেক ব্যক্তিকে সুকৌশলে বাদ দিয়ে নিয়ম বহি:ভূর্ত বাহিরের অনেক কে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।ডিলার নিয়োগে এহেন বৈষম্যরোধে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় তদন্ত সাপেক্ষে লটারির আহবান জানান বঞ্চিত আবেদনকারীগণ।

রোববার দুপুরে ১২:০০ টা উপজেলা পরিষদ চত্ত্বরের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন,আব্দুল মোত্তালেব,আজিজুল ইসলাম,ফখরুল ইসলাম, রাজু ইসলাম, আহসান, সহিদুল ইসলাম,রোকেয়া বেগম,দৌলত হোসেন,আব্দুল লতিফ,সেকেন্দার আলী লিমন,হান্নান মিয়া আব্দুল লতিফ বাবলুসহ আরও অনেকে।

error: Content is protected !!