সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৪:১৫ পিএম | 53 বার পড়া হয়েছে
নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মাঝে এক দ্বি-পাক্ষিক এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উপাচার্যের অফিস কক্ষে ২৪ এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষে স্বাক্ষর করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক, ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টারর সেন্টার সেক্রেটারি ড. জিহাদ সিরাজ চৌধুরী। সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন পরিবহন প্রশাসক ও সংগীত বিভাগের প্রফেসর ড. আহমেদ শাকিল হাশমী।

চুক্তি স্বাক্ষরকালে ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) উপস্থিত ছিলেন।

এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান দুইটির মধ্যে আন্তঃ সম্পর্ক জোরালোরালো হলো। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একাডেমিক বিনিময়, ইন্টার্ণশীপ, প্রশিক্ষণ গ্রহণ, শিক্ষার্থী বিনিময়, গেস্ট লেকচার, পরিদর্শন সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

চুক্তি স্বাক্ষর শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কপি গ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের কপি গ্রহণ করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক, ইউনুস সোশ্যাল বিসনেস সেন্টারের সেন্টার সেক্রেটারি ড. জিহাদ সিরাজ চৌধুরী।

ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৩:২৪ পিএম
ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

সারা দেশের ন্যায় ময়মনসিংহেও জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ ২৮এপ্রিল সোমবার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সকাল সাড়ে আটটায় র‍্যালিটি নতুন বাজার মোড় হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ”দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন, আমাদের দেশে বেসরকারি আইনগত সেবা দীর্ঘ সময় ধরে থাকলেও, সরকারিভাবে আইনগত সহায়তা প্রদান ব্যবস্থা একেবারেই নেই বললে চলে। সেই বিবেচনায় ১৯৯৪ সালের ৬ জানুয়ারি কেবিনেট ডিভিশনে ৮ নম্বর রেজুলেশনের ভিত্তিতে একটি সার্কুলার জারি হয়। তারই ধারাবাহিকতায় আমাদের সরকারি আইনগত সহায়তার যাত্রা শুরু। যা এখন একটি কাঠামোগত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, মূলত সমাজে আর্থিকভাবে অসচ্ছল ও যে সকল মানুষ নিজ খরচে আইনজীবী নিয়োগ করে মামলা পরিচালনা করতে পারেন না, তাদেরকে আইনি সহযোগিতা দেওয়া এই প্রতিষ্ঠানের মূল কর্মসূচি ও উদ্দেশ্য। আমাদের দেশে সাধারণ মানুষের পরম চাওয়া যাতে তারা তাদের বিচারিক সেবা থেকে বঞ্চিত না হয়। সাধারণ মানুষের আইনগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই আইনগত সহায়তা কর্মসূচিতে সকল প্রতিষ্ঠান সমন্বয়ের সাথে কাজ করলে সাধারণ মানুষের চাহিদা কিছুটা হলেও পূরণ করা সম্ভব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব, জেলা লিগ্যাল এইড অফিসার [সিনিয়র সহকারী জজ] সুদীপ্ত তালুকদার। তিনি তার বক্তব্যে সকল অতিথি, আয়োজক এবং অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।বক্তব্যে তিনি অনুষ্ঠানের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার তমা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোখলেছুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ, বিজ্ঞ সরকারি উকিল মোঃ আজহারুল হক, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মোঃ আনোয়ার আজিজ টুটুল।

অনুষ্ঠান শেষে আইনগত সহায়তা প্রদানে বিশেষ অবদানের জন্য তিনজন আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী সম্মাননা প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণের মধ্যে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে প্রচার ও সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ২৮ এপ্রিল- কে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করেছেন।

সভায় ময়মনসিংহের বিজ্ঞ বিচারকমন্ডলী ,আইনজীবী, স্থানীয় প্রশাসন, মানবাধিকার সংগঠন , বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জলঢাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ২:২১ পিএম
জলঢাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত ঝড়ে ফসল, বিশেষ করে ভুট্টা, ইরি বোরো ধান এবং শাকসবজি তছনছ হয়ে গেছে। এছাড়াও এলাকার বেশকিছু টিনের ঘর এবং কয়েক হাজার গাছপালা উপড়ে পড়ে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।
ঝড়ের কারণে কিছু কিছু যায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গিয়ে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। খুঁটি ভেঙ্গে যাওয়ার পাশাপাশি গাছের ডাল ভেঙ্গে বৈদ্যুতিক তারও ছিঁড়ে যায়, যার ফলে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।এ বিদ্যুৎ প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে
তারা বলে ঝড়ের কারণে বিদ্যুতিক তার এবং খুটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
কাজ শেষ হলে পুনরায় বিদ্যুতের সংযোগ দেওয়া হবে।

জলঢাকা উপজেলায় বিট পুলিশিং সেবার গতি বেড়েছে

জসিনুর রহমান স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১:০৯ পিএম
জলঢাকা উপজেলায় বিট পুলিশিং সেবার গতি বেড়েছে

জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব আরজু মোঃ সাজ্জাদ হোসেন এবং বিট অফিসার এর নেতৃত্বে বিট পুলিশিং সেবাও উঠান বৈঠক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জলঢাকা উপজেলায় প্রতিটি ইউনিয়নে আগের চেয়ে বিট পুলিশিং সেবার
গতি অনেক বেড়েছে বলেছেন
জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মো : সাজ্জাদ হোসেন।
তিনি আরও বলেন রাতের বেলা যেন কোন প্রকার দোকানপাট চুরি,ডাকাতি, জুয়া,মোবাইল কেসিনো না হয় সে জন্য পুলিশের টহল টিমের ব্যবস্থা করা হয়েছে।
জলঢাকার সাধারন জনগন ও গনমানুষের কল্যানে এবং সেবা প্রদানে সর্বদা চেষ্টায় করে যাচ্ছেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ জনাব আরজু মো: সাজ্জাদ হোসেন। জলঢাকার জনগনকে সকল প্রকার আইনি সেবা নিতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে আজ কৈমারী ইউনিয়নের বিভিন্ন বাজার এবং গ্রামে বিট পুলিশিং ও উঠান বৈঠক কার্যক্রম চালিয়ে যান এ সময় তিনি বলেন, বাংলাদেশ সম্প্রতি সম্প্রদায়িক দেশ এদেশে হিন্দু মুসলমান একত্রিত হয়ে দেশের জন্য কাজ করবেন, সেই সাথে কোথাও কোন বিশৃঙ্খলা হলে আইনি সেবা নিতে আহ্বান করেন এবং যে কেন সেবা নিতে২৪ ঘন্টা আপনদের জন্য থানার দরজা খোলা থাকবে।

error: Content is protected !!