শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

এম আবদুল্লাহ সাংবাদিকতার একটি নতুন অধ্যায়ের সূত্রপাত

মশি উদ দৌলা রুবেল ফেনী প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৭:৫১ পিএম | 95 বার পড়া হয়েছে
এম আবদুল্লাহ সাংবাদিকতার একটি নতুন অধ্যায়ের সূত্রপাত

ফেনীর কৃতিসন্তান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেন,জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানের পর বিগত সাত মাসে আমরা মুক্ত সাংবাদিকতা করতে পারছি।আগে সংবাদ প্রকাশ করলে হামলা মামলা ও গুম হওয়ার ভয় থাকত,এখন আর নেই।তবে মুক্ত সাংবাদিকতায় আমরা দায়িত্বহীন জায়গায় চলে যাচ্ছি,এই মুক্ত সাংবাদিকতার কারণে আগামী দিনে আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করি।আমরা যারা এই পেশাকে লালন করি ও ধারণ করি তাদের এই পেশাটাকে দায়িত্বশীল হতে হবে ও সচেতন থাকতে হবে।সাংবাদিকতার একটি নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে।গণমাধ্যম কমিশনের সুপারিশে বাংলাদেশের সাংবাদিকতার নতুন ধরনের বিবর্তন হতে যাচ্ছে।সম্প্রতি বিভিন্ন জেলায় সাংবাদিক দের চাকরি চ্যুতির প্রসঙ্গে তিনি বলেন,সাংবাদিক ইউনিয়নের কাজ হচ্ছে সাংবাদিকদের কাজে লাগানো কর্মহীন করা নয়।ফেনী রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত ঈদ আনন্দ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার রেদোয়ান হোসেন,প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ,ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,এ কে এম আবদুর রহিম,মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া,এসএ টিভি অ্যাসাইনমেন্ট এডিটর বুরহান উদ্দীন ফয়সাল,কাজী মোস্তাফিজুর রহমান ও আমির হোসেন জনি।ফেনীর সাংবাদিকদের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সিনিয়র সাংবাদিক এম মামুনুর রশিদ,ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি শুকদেব তপন,আরিফুল আমিন রিজভী,সাবেক সম্পাদক মাইন উদ্দিন,আলী হায়দার মানিক,ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা,দৈনিক আমার দেশ প্রতিনিধি এস এম ইউসুফ আলী,সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক,মিজানুর রহমান,সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন ভূঁইয়া,নজির আহমেদ রতন,জহিরুল হক মিলন,দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্লাহ রিপন,বণিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার,এসময় উপস্থিত ছিলেন ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা।

 

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

ভাঙ্গুড়ায় গরু বোঝাই নছিমন উল্টে ৩টি গরুর মৃত্যু

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম
ভাঙ্গুড়ায় গরু বোঝাই নছিমন উল্টে ৩টি গরুর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় গরু বোঝাই একটি নছিমন উল্টে ৩টি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ) দুপুর ২টার দিকে ভাঙ্গুড়া টু নওগাঁ সড়কের খানমরিচ ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে। গরু গুলো তারাশ থানার নওগাঁ এলাকার এক ব্যবসায়ী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ভাঙ্গুড়া শরৎনগর গরুর হাট থেকে ৯টি গরু বোঝাই একটি নম্বর ও অনুমোদনহীন নছিমন দিয়ে নওগাঁ যাচ্ছিল। এই সময় পরমানন্দপুর মোড়ে গাড়িটি ব্রেক করে ঘুরাতে গেলে ব্রেক থেকে পা সরে গেলে উল্টে পাশের খাদে পড়ে যায়। নছিমনে থাকা ৯টি গরুর মধ্যে ৩টি গরু মারা যায়।এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। জানা যায় লছিমনে থাকা মানুষের কোন ক্ষতি হয়নি।

প্রধান অতিথি কর্ণেল (অব.) জয়নাল আবেদীন

মনোহরদীতে বিএনপির উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০২ পিএম
মনোহরদীতে বিএনপির উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোহরদী উপজেলা প্রাধান কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নতুন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) জয়নাল আবেদিন। তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীও বটে।

প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল (অব.) জয়নাল আবেদিন বলেন, বিএনপি হচ্ছে দেশের গণমানুষের দল। এ দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিকে শক্তিশালী করতে হবে। আমরা ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নামবো।

অনুষ্ঠানে বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন কার্যালয় থেকে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এ কার্যালয় হবে শক্তিশালী কেন্দ্রবিন্দু।

সভায় নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মোঃ সুজন বেপারী

মুন্সিগঞ্জ পঞ্চসারে সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৯ পিএম
মুন্সিগঞ্জ পঞ্চসারে সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জারা কনভেনশন সেন্টারে আজ শনিবার ২৭শে সেপ্টেম্বর বিকেল তিনটায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জনাব ইদ্রিছ মিয়াজী ভিপি মহন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,জনাব শহিদুল ইসলাম শহিদ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। অনুষ্ঠানে প্রধান বক্তব্য হিসেবে রাখেন, শামিম ওসমান ভূইয়া সদর উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

সভাপতিত্বে উপস্থাপনা করেন, জনাব মোঃ আনিছুর রহমান পঞ্চসার ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহবায়ক। সঞ্চালনায় করেন, জনাব আলী ইসলাম পঞ্চসার ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

এছাড়াও উপস্থিতি ছিলেন, জনাব মোস্তাফিজুর রহমান রিপন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জনাব জাকির হোসেন সরকার জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও জনাব দিদার হোসেন সদর উপজেলার সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক। এবং সেচ্ছাসেবক দলের মিলন ঢালী, অপু শেখ, সবুজ, বিল্লাল, মুক্তার হোসেন, মাইনউদ্দীন, শাওন খাঁন, রেজওয়াসহ আরো নেতৃবৃন্দ অন্যান্য প্রমুখ।