শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

মি’লনের পর যা করলে পু’নরায় মি’লন করার শ’ক্তি পাবেন

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৪:০৯ পিএম | 276 বার পড়া হয়েছে
মি’লনের পর যা করলে পু’নরায় মি’লন করার শ’ক্তি পাবেন

বি’ছানায় মি’লনের পর যা করলে পু’নরায় মি’লন করার শ’ক্তি পাবেন

স”হবা”সের পরে দু’জনেরই উচিত কমপক্ষে এক পোয়া গরম দুধ, একরতি কেশন ও দুই তোলা মিশ্রি সংযোগে সেবন করা। সহবাসে কিছু শক্তির হ্রাস হ’তে পারে। এতে করে কিঞ্চিৎ পূরণ হয়।

অন্যথায় স”হবা”স করা উচিত নহে। এই কারণেই মনীষীরা মাসানে- একবার রতিক্রিয়া ব্যবস্থা করে দেন। যাতে উপরোক্ত সামগ্রীর যোগাড় করতে গরীব বা মধ্যবিত্ত শ্রেণীর লোকের পক্ষেও কষ্টকর না হয়।

পুষ্টিকর খাদ্য না খেলে পুরুষ অচিরেই শক্তিহীন হ’য়ে পড়ে ও তার কর্মশক্তি লোপ পায়। অত্যধিক মৈ”থুনের জন্য হজমশক্তি লোপ পায়। ফলে অম্ল, অজীর্ণ প্রভৃতি নানা প্রকার রোগ দেখা দেয়।

প্রত্যেক মানুষের কিছু গোপন ইচ্ছা, চাওয়া – পাওয়া থাকে। তবে এগুলো অনেকে প্রকাশ করে আবার অনেকেই প্রকাশ করে না। বিশেষ করে মেয়েরা । কিছু কিছু জিনিস আছে, যেগুলো একজন নারী সবার অগোচরে চাহিদা করেন কিন্তু মুখে সম্পূর্ণ বিপরীত কথা বলেন।

চলুন জেনে নেওয়া যাক নারীদের এমন ১০টি গোপন আকাঙ্ক্ষা কথা যা মনে মনে খুব চান কিন্তু কাউকে তা জানতে দেন না:

১) প্রত্যেক মেয়েই চায় তার স্বামী আর্থিকভাবে স্বাবলম্বী হোক। লক্ষ্য করলে দেখবেন অনেকে প্রেম করে কিন্তু বিয়ে করার কথা বললে প্রেমিকাকে বলে আগে একটা ভালো চাকরি কর তরাপর। অধিকাংশ নরীদের চাওয়া এটাই।

২) ছেলেদের থেকে মেয়েরা সব সময় একটা সাজালো গোছালো সংসার চায়। যা সম্ভব শুধু ছোট পরিবারে, বড় পরিবারে ও সম্ভব তবে কষ্টকর। এ কারণে অধিকাংশ মেয়েরা চায় একক পরিবার , যৌথ পরিবার আদৌ বর্তমান মেয়েরা পছন্দ করে না।

৩) বাহ্যিকভাবে একটা মেয়েকে ভালো ভাবে চেনা যায় না।প্রত্যেক নারী নিজেকে তার বন্ধুদের মাঝে আকর্ষণীয় এবং যৌবনময়ী হয়ে উঠতে চায় কিন্তু এই বিষযটা সে প্রকাশ করে না। মনে মনে রাখে।

৪) প্রত্যেক নারী চায় সে ফর্সা হতে। সে ফর্সা থাকুক আর না থাকুক ফর্সা হওয়ার চেষ্টা সে করবেই। ৫) মেয়েরা কখনই তার স্বামীর মুখে অন্য নারীর গুনকীর্তন শুনতে পছন্দ করে না।সে চাইবে তার স্বামী যেন একমাত্র তাকেই চাক।

৬) মেয়েরা মুখে মুখে বলতে পারে সে নিজের দেহের ওজন নিয়ে সে কখনোই চিন্তা করে না কিন্তু অাসলে সে চায় নিজেকে চান স্লিম ও যৌবনময়ী শরীরের অধিকারী করতে।

৭) মেয়েদের ভিতর অনেক ঈর্ষা। একজন মেয়ে অন্য একজন মেয়ের সাফল্য কখনোই দেখতে পারে না। ৮) সকল নারী চায় তার প্রিয় মানুষটি তার কথা সবসময় মেনে চলুক, তার কথা সবসময় পালন করুক, সে মনে করে তার অনেক দ্বায়িত্ব।

৯) একজন ছেলে তার বয়স এবং চেহারা নিয়ে ততোটা না ভাবলেও একজন নারী চায় তার চেহারায় যেন বয়সের কালো ছাপ না পড়ে।

১০) একটি মেয়ে তার বুকের স্তন অনেক গুরুত্বপূর্ণ মনে করে। নারীরা স্ত’নের ব্যাপরে খুবই সজাগ, খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে। কারণ পুরুষকে আকর্ষণ করার মেইন অঙ্গ এটা। এজন্য নারী চায় স্ত’ন থাকুক সবসময় আকর্ষণীয় ও যৌ’বনদীপ্ত।

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

ভাঙ্গুড়ায় গরু বোঝাই নছিমন উল্টে ৩টি গরুর মৃত্যু

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম
ভাঙ্গুড়ায় গরু বোঝাই নছিমন উল্টে ৩টি গরুর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় গরু বোঝাই একটি নছিমন উল্টে ৩টি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ) দুপুর ২টার দিকে ভাঙ্গুড়া টু নওগাঁ সড়কের খানমরিচ ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে। গরু গুলো তারাশ থানার নওগাঁ এলাকার এক ব্যবসায়ী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ভাঙ্গুড়া শরৎনগর গরুর হাট থেকে ৯টি গরু বোঝাই একটি নম্বর ও অনুমোদনহীন নছিমন দিয়ে নওগাঁ যাচ্ছিল। এই সময় পরমানন্দপুর মোড়ে গাড়িটি ব্রেক করে ঘুরাতে গেলে ব্রেক থেকে পা সরে গেলে উল্টে পাশের খাদে পড়ে যায়। নছিমনে থাকা ৯টি গরুর মধ্যে ৩টি গরু মারা যায়।এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। জানা যায় লছিমনে থাকা মানুষের কোন ক্ষতি হয়নি।

প্রধান অতিথি কর্ণেল (অব.) জয়নাল আবেদীন

মনোহরদীতে বিএনপির উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০২ পিএম
মনোহরদীতে বিএনপির উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোহরদী উপজেলা প্রাধান কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নতুন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) জয়নাল আবেদিন। তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীও বটে।

প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল (অব.) জয়নাল আবেদিন বলেন, বিএনপি হচ্ছে দেশের গণমানুষের দল। এ দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিকে শক্তিশালী করতে হবে। আমরা ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নামবো।

অনুষ্ঠানে বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন কার্যালয় থেকে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এ কার্যালয় হবে শক্তিশালী কেন্দ্রবিন্দু।

সভায় নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মোঃ সুজন বেপারী

মুন্সিগঞ্জ পঞ্চসারে সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৯ পিএম
মুন্সিগঞ্জ পঞ্চসারে সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জারা কনভেনশন সেন্টারে আজ শনিবার ২৭শে সেপ্টেম্বর বিকেল তিনটায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জনাব ইদ্রিছ মিয়াজী ভিপি মহন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,জনাব শহিদুল ইসলাম শহিদ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। অনুষ্ঠানে প্রধান বক্তব্য হিসেবে রাখেন, শামিম ওসমান ভূইয়া সদর উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

সভাপতিত্বে উপস্থাপনা করেন, জনাব মোঃ আনিছুর রহমান পঞ্চসার ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহবায়ক। সঞ্চালনায় করেন, জনাব আলী ইসলাম পঞ্চসার ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

এছাড়াও উপস্থিতি ছিলেন, জনাব মোস্তাফিজুর রহমান রিপন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জনাব জাকির হোসেন সরকার জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও জনাব দিদার হোসেন সদর উপজেলার সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক। এবং সেচ্ছাসেবক দলের মিলন ঢালী, অপু শেখ, সবুজ, বিল্লাল, মুক্তার হোসেন, মাইনউদ্দীন, শাওন খাঁন, রেজওয়াসহ আরো নেতৃবৃন্দ অন্যান্য প্রমুখ।