দাগনভুঞাঁয় ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের কোরআন তেলাওয়াত পুরস্কার বিতরন


ফেনীর দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত কোরআন তেলাওয়াত ইসলামী সংগীত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড রবিবার দুুধমুখা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ইস্কান্দার শাহজাদা বাবু।বক্তব্য রাখেন উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্যাহ,ইয়াকুবপুর প্রবাসী ফোরামের প্রধান সমন্বয়ক নুরুল হুদা হুদন,বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক,নব উত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিক সিকদার,বিজয়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম,অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক মাস্টার কামাল উদ্দিন,রহিম উল্লাহ রনি মেম্বার,জাফর উল্লাহ,ইয়াকুব রকি,অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কিরন,মো:আলাউদ্দিন সোহাগ,সাইফ উল্যাহ,সৈয়দ মো: বায়োজিদ,কামরুল হাসান রিজভী,ফরিদুল আলম মুন্না প্রমুখ।বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন আল আমিন শিল্পী গোষ্ঠির পরিচালক নুরুল আবছার তারেক, সহ-পরিচালক ফখরুল আলম রাকিব,দাগনভূঞা আহমদিয়া মাদ্রাসার সাংস্কৃতিক শিক্ষক আবদুল্যাহ আল জাবের।কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা তারিক মুসলিম,হাফেজ মো:বেলাল হুসাইন ও হাফেজ সামছুল আলম ওমর।ইয়েস কার্ড প্রাপ্তদের মধ্যে ইসলামী সংগীত ও কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় মোট ৬ জন পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।শেষে ইয়াকুবপুর ইউনিয়নের হাফেজ সম্পন্নকারীদের সম্মাননা প্রদান করা হয়।