রাসেদ বিল্লাহ চিশতীঃ
সুধারামে প্রতিপক্ষের দেওয়া আগুনে ১২ টি দোকান ভস্মীভূত
রাসেদ বিল্লাহ চিশতীঃ নোয়াখালী সদর উপজেলাতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের দেওয়া আগুনে ১২ টি দোকান ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
(১৫ অক্টোবর) মঙ্গলবার রাত ১০ টার দিকে সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৪নং ওয়ার্ড স্থানীয় এনায়েত নগরে এ ঘটনা ঘটেছে। তথ্য সুত্রে জানা যায়, প্রতিপক্ষ শহিদ মাঝি তাদের গ্রুপের ১৫০ থেকে ২০০ জন অস্ত্রধারী নিয়ে রাতের আধারে দেশীয় অস্ত্র চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, হকিস্টিক, লোহার রডসহ দেশীয় নানা অস্ত্রসস্ত্র নিয়ে বন্দুক দিয়ে গুলি ফুটিয়ে ভুক্তভোগী এনাম মাজির দোকান ঘরে আকস্মিক হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে দোকান ঘর লুটপাট করে একপর্যায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী অগ্নিসংযোগের ঘটনায় ১২ টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এরমধ্যে রয়েছে ২টি মুদি দোকান, ১টি মুরগির খামার ১টা রাইচ মিল, ২টা চা দোকান, ৩টা হোগলা পাতার গুদাম ঘর অবশিষ্ট পতিত ৩ দোকান রয়েছে।
খবর পেয়ে নোয়াখালী আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর কর্মকর্তাগন ও সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পুলিশ গিয়েছে। অপরাধী যে-ই হোক। তদন্তের আলোকে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।