মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

রংপুরে মাদক, জুয়া ও কিশোর গ্যাং বিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মো: আবু তালেব, রংপুর প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৯:২১ পিএম | 115 বার পড়া হয়েছে
রংপুরে মাদক, জুয়া ও কিশোর গ্যাং বিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রংপুরে মাদক, জুয়া ও কিশোর গ্যাং বিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।আজ ০৪ আগস্ট শুক্রবার রংপুরের গংগাচড়ায় বাগডহড়া দারুল হুদা দাখিল মাদ্রাসায় নোহালী ইউনিয়ন মানবসেবা সোসাইটির আয়োজনে মাদক, জুয়া ও কিশোর গ্যাং বিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

নোহালী ইউনিয়ন মানবসেবা সোসাইটির সভাপতি মো:আশরাফুল ইসলাম সাগরের সঞ্চালনায় এবং মাজহারুল ইসলাম বকুল(মেম্বার, ৯নং ওয়ার্ড,নোহালী ইউনয়ন) এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ আলী (চেয়ারম্যান, ৯নং নোহালী ইউনিয়ন পরিষদ,গংগাচড়া, রংপুর) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোহালী ইউনিয়ন মানব সেবা সোসাইটির প্রধান উপদেষ্টা মো:মমিনুর রহমান,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:নায়েবুজ্জামান(আমির,গংগাচড়া উপজেলা জামাতে ইসলাম) সহ নোহালী ইউনিয়ন মানব সেবা সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে, এই মহতি আয়োজনের ভূয়সি প্রশংসা করেন। যুব সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে এরকম প্রোগ্রামের জুরি নাই। এর পর তিনি মাদকের ভয়াল রূপ তুলে ধরেন। বিশেষ অতিথি মো:মমিনুর রহমান নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসনের প্রতি গুরুত্ব দেয়ার অনুরোধ জানান।

আমন্ত্রিত অতিথি নায়েবুজ্জামান সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং বলেন মাদক, জুয়া ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমরা মাদকাসক্ত মুক্ত সমাজ চাই।

টাঙ্গাইলে ডাকাতি চেষ্টা: অস্ত্রসহ ৬ জন আটক

মোহাম্মদ সোহেল (বিশেষ) প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২:০২ পিএম
টাঙ্গাইলে ডাকাতি চেষ্টা: অস্ত্রসহ ৬ জন আটক

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ ছয় সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। যমুনা সেতু পূর্ব থানার পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পামওয়েল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৭৫৭৯) হাতিয়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৪৩-৫৪৮৬) ও একটি পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো ঘ-২১-৭৬৯৯) ট্রাকটির গতিরোধ করে। এসময় টহলরত পুলিশের নজরে পড়ে। পুলিশের পুলিশের তল্লাশিতে ১টি লাইসেন্সকৃত শর্টগান, ৬টি সিসা কার্তুজ, ১টি লেজার লাইট, ২টি সিগন্যাল লাইট, ৪টি শর্ট ওয়াকি-টকি

২টি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে।

আটককৃত ছয় সন্দেহভাজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার একজন কর্মকর্তা বলেন, “ডাকাতির প্রস্তুতিমূলক সকল উপকরণসহ সন্দেহভাজনদের আটক করা হয়েছে। ঘটনাটি আরও তদন্ত চলছে।

আমিনপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যাক্তি গ্রেফতার

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:৪১ পিএম
আমিনপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যাক্তি গ্রেফতার

পাবনার আমিনপুর থানার বুলন্দর চর এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ৭৫ বছর বয়সী তাকাই প্রামানিক নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় শিশুটির বাবা আমিনপুর থানায় মামলাটি করেন। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতার বৃদ্ধ একই গ্রামের মৃত ছবেদ প্রামানিকের ছেলে।

লিখিত এজাহার থেকে জানা গেছে, শনিবার (১৫ নভেম্বর) বিকালে শিশুটি চাচার বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় বৃদ্ধ তাকাই প্রামানিক তাকে খাবারের লোভ দেখিয়ে পাশের একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। পরে টাকা দেওয়ার প্রলোভন ও হত্যার হুমকি দিয়ে শিশুটিকে কাউকে কিছু বলতে নিষেধ করে। সন্ধ্যায় শিশুটির রক্তপাত শুরু হয়ে অসুস্থ হলে পরিবার বিষয়টি বুঝতে পারে।

শিশুটির ভাইয়ের স্ত্রী লাবনী খাতুন জানান, তিনি তাকাই প্রামানিককে ওই ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন এবং কিছুক্ষণ পর শিশুটিকেও সেখান থেকে বের হতে দেখেন। পরিবারের জিজ্ঞাসাবাদে শিশুটি ধর্ষণের কথা জানায়।

আমিনপুর থানার ডিউটি অফিসার এসআই রেজাউল করিম বৃদ্ধকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি থানায় রয়েছে।

জেলার এক অতিরিক্ত পুলিশ সুপার (সুজানগর ও আমিনপুর সার্কেল) নাম না প্রকাশ করে জানান, আসামি গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

মো: রাজিবুল করিম রোমিও

এমন ভাবে লিখব তোমার গল্প 💔😭

মো: রাজিবুল করিম রোমিও প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:৩৮ পিএম
এমন ভাবে লিখব তোমার গল্প 💔😭

এমন ভাবে লিখব তোমার গল্প, যে পড়বে, সে বুকের ভেতর অজানা একটা ব্যথা অনুভব করবে, চোখের পাপড়িতে জমে উঠবে হালকা কুয়াশার মতো জল, মনে হবে-এই ভালোবাসাটা বুঝি কোথাও গিয়ে থেমে গেছে, ঠিক শেষ পাতার আগেই ভেঙে গেছে এক সুন্দর স্বপ্নের অধ্যায়…!
তারা ছটফট করবে তোমাকে এক নজর দেখার জন্য, আর বলবে -কে সেই ভাগ্যবান। যে এমন গভীর ভালোবাসা পেয়েও তার হয়ে থাকতে পারলো না!
যে ভালোবাসার কদর বুঝতে পারেনি, যে হারিয়ে ফেলেছে এমন একজনকে, যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো প্রাণ দিয়ে…
তোমার গল্পটা যেন এক নীরব আর্তনাদ, যেখানে শব্দ নেই, কিন্তু অনুভূতিতে আছে ঝড়-অপেক্ষার, না-পাওয়ার, আর না-বলা হাজারো কথার।
তুমি ছিলে কারো জীবনের স্বপ্ন, আর সেই স্বপ্নটা আজ শুধু ভাঙা টুকরো হয়ে ছড়িয়ে আছে স্মৃতির গহীনে…
হয়তো একদিন কেউ এই গল্পটা পড়ে নিঃশব্দে চোখ মুছবে, আর বলবে-“ভালোবাসা এমনও হয়..!!💔😭

মো: রাজিবুল করিম রোমিও