বৃষ্টি থেকে শীত
চলতি বছরের বর্ষাকাল বিদায় নিতে যাচ্ছে। শেষ সময় উপকূলসহ সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। যা আগামী তিনদিন পর্যন্ত থাকতে পারে। এ অবস্থায় উত্তরাঞ্চল থেকে ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এ অবস্থা শুক্রবারও (৪ অক্টোবর) থাকতে পারে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পরবর্তী কয়েকদিনের পূর্বাভাসে আবহাওয়া সংস্থার বরাতে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশ ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে আগামী তিনদিন পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের থেকে কিছুটা অধিক উচ্চতার জোয়ার হতে পারে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম দেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ সময় মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে।
চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আর এই সময় কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।
এদিকে শুক্রবারের (৪ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।