আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ
দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসায় রিদম ব্লাড সেন্টারের ব্লাড ডোনেশন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


মঙ্গলবার (১৪ অক্টোবর) দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে রিদম ব্লাড সেন্টার-এর উদ্যোগে “ব্লাড ডোনেশন ও ফ্রি মেডিকেল ক্যাম্প” অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রায় সাত থেকে আটজন অভিজ্ঞ ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, যারা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ ও সুগার পরীক্ষা, এবং প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।
দিনব্যাপী এ কার্যক্রমে দারুননাজাতের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শতাধিক শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী রক্তদান করেন, যা সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে।
আয়োজকরা জানান, রিদম ব্লাড সেন্টারের মূল লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মকে মানবসেবায় অনুপ্রাণিত করা এবং নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করা।
দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রভাষক মোঃ আরিফ রাসুল আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।
ক্যাম্প শেষে মাদরাসা প্রশাসনের পক্ষ থেকে রিদম ব্লাড সেন্টারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।