ব্রাজিল দলে নেইমারের সুযোগ নেই


ব্রাজিল ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, কিন্তু নেইমার খেলবেন তো? পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ফুটবলঅঙ্গনে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আনফিট নেইমারকে অনেকদিন ধরেই দলের বাইরে রেখেছেন কার্লো আনচেলত্তি। তাকে কি বিশ্বকাপ দলে দেখা যাবে? এমন প্রশ্নে আরও একবার আনচেলত্তি জানালেন, ফিট হওয়া ছাড়া নেইমারের সামনে কোনো পথ খোলা নেই।
৩৩ বছর বয়সী এই তারকা সর্বশেষ ব্রাজিলের জার্সি পরেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর হাঁটুর গুরুতর ইনজুরিতে তার মৌসুম শেষ হয়ে যায়। টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার যদি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট থাকে, তাহলে সে ব্রাজিল দলে অনায়াসে জায়গা পাবে। শুধু ব্রাজিল নয়, বিশ্বের যেকোনো দলে জায়গা পাওয়ার মতো প্রতিভা তার আছে।’
ইনজুরির কারণে সৌদি আরবের আল হিলালও নেইমারকে আর ধরে রাখেনি। বাধ্য হয়ে তিনি ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে, তবে নিয়মিত খেলার মতো ফিটনেস এখনো ফিরে পাননি। ইতালিয়ান কোচ আনচেলত্তি ব্রাজিল দলে দায়িত্ব নেওয়ার পর থেকে জোর দিচ্ছেন ভারসাম্যপূর্ণ ফুটবলে। কেবল ‘জোগো বোনিতো’ (সুন্দর ফুটবল) নয়, বল ছাড়া অবস্থাতেও দলের শৃঙ্খলাকে গুরুত্ব দিতে চান তিনি।
আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে তিন জয়, এক ড্র ও এক হারের স্বাদ পেয়েছে ব্রাজিল। ডিফেন্সে এসেছে দৃঢ়তা; এখন পর্যন্ত তারা মাত্র এক গোল হজম করেছে (তা-ও পেনাল্টি থেকে, বলিভিয়ার বিপক্ষে)। সর্বশেষ ম্যাচে সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, মাতেউস কুনিয়া ও কিশোর ফরোয়ার্ড এস্তেভাঁও— সবাই ছিলেন প্রথম একাদশে।