মো : সেলিম রানা
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সাত প্রবাসীর মর্মান্তিক মৃত্যু
ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একই ইউনিয়নের সাতজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে) এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা ওমানে একটি নির্মাণ কোম্পানিতে কাজ করতেন। বুধবার বিকেলে তারা কাজ শেষে গাড়িযোগে নিজ কর্মস্থল থেকে ফেরার পথে দুকুম সিদরা এলাকায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি উল্টে গিয়ে রাস্তার পাশে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একই ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে —
১⃣ মো. জাহাঙ্গীর আলম
২⃣ মো. নাছির উদ্দিন
৩⃣ মো. সেলিম
৪⃣ মো. রফিকুল ইসলাম
৫⃣ মো. হারুনুর রশিদ
(বাকি দু’জনের নাম এখনও নিশ্চিত নয়।)
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বজন ও এলাকাবাসী আহাজারিতে ভেঙে পড়েছেন। স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও ওমানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।
ওমানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটান।
প্রবাসী বাংলাদেশিদের সহকর্মীরা জানিয়েছেন, নিহতরা সবাই পরিশ্রমী ও সৎ কর্মী ছিলেন। জীবিকার তাগিদে পরিবার-পরিজন রেখে দূর দেশে পাড়ি দিয়েছিলেন তারা। কিন্তু সেই দেশেই শেষ হলো তাদের জীবনযাত্রা।
🔹 সন্দ্বীপ উপজেলা প্রশাসন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
আল্লাহ তায়ালা নিহতদের জান্নাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই কঠিন সময় ধৈর্য ধারণের তাওফিক দান করুন। 🤲











