লেখক -মোঃ শাহজাহান বাশার
সম্মান এক অদ্ভুত শক্তি


সম্মান এক অদ্ভুত শক্তি। এটি কোনো কাগজে লেখা চুক্তি নয়, আবার কোনো টাকা-পয়সা দিয়েও কেনা যায় না। মানুষের চরিত্র, আচরণ, নীতি-আদর্শ ও মানবিক মূল্যবোধের মাধ্যমেই সম্মান অর্জিত হয়। সমাজে যারা অন্যকে সম্মান দিতে জানে, তারাই বিনিময়ে প্রকৃত সম্মান পেয়ে থাকে।
সম্মানের বিশেষত্ব হলো—এটি জোর করে আদায় করা যায় না, আবার কৃত্রিমভাবে প্রদর্শন করেও টেকসই হয় না। একে গড়ে তুলতে হয় সততা, নৈতিকতা ও মানবিকতার ভিত্তিতে। যারা অন্যকে ছোট করে নিজের সম্মান রক্ষা করতে চায়, তারা কখনো সত্যিকারের মর্যাদা অর্জন করতে পারে না।
একটি প্রবাদ আছে— “Respect is a mirror, give it and you’ll get it back.” অর্থাৎ সম্মান এক আয়নার মতো। আপনি অন্যকে যতটা সম্মান দেবেন, তার প্রতিফলনই ফিরে আসবে আপনার কাছে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবখানেই পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করা অপরিহার্য।
আজকের বিশ্বে অর্থ, পদ-পদবি কিংবা ক্ষমতা থাকলেও প্রকৃত সম্মান অর্জন কঠিন হয়ে পড়েছে। কারণ, এগুলো ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের ভালোবাসা, সততা আর নৈতিকতাই স্থায়ী সম্মানের মূল উৎস।
সমাজবিজ্ঞানীরা বলেন, যেখানে পারস্পরিক সম্মান নেই, সেখানে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি হয়। আর যেখানে সম্মান প্রতিষ্ঠিত হয়, সেখানে শান্তি, স্থিতি ও সৌহার্দ্য টিকে থাকে।
অতএব, আমাদের প্রত্যেকের উচিত—নিজেকে পরিবর্তন করা, অন্যকে সম্মান করা, এবং এই অদ্ভুত শক্তিকে নিজের জীবনে ও সমাজে প্রতিষ্ঠা করা।