কাকে বিয়ে করবেন?


ইমাম গাযালী (রহঃ) লিখেছেন—
অভিজ্ঞজনেরা বলেন, ধনী মেয়েকে বিয়ে করলে ৫টি জিনিস অনিবার্য হয়ে ওঠে:
১. মোহরানার উচ্চ পরিমাণ
২. বাসরঘরে অনাগ্রহ ও গড়িমসি
৩. স্বামীর খেদমত না করা
৪. ব্যয়ভার অধিক হওয়া
৫. তালাক দেওয়ার ক্ষেত্রে অসক্ষমতা
(এখানে বিবি খাদিজা (রাঃ)-কে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ, তাঁর মতো স্ত্রী কখনো পাওয়া যায়নি, পাওয়া যাবেও না।)
তিনি আরও বলেন—
৪টি দিক থেকে স্ত্রীর স্বামীর তুলনায় নিচে থাকা উত্তম, নইলে স্বামীকে অবজ্ঞার শিকার হতে হয়:
১. বয়সে
২. উচ্চতায়
৩. সম্পদে
৪. বংশ-মর্যাদায়
আর ৪টি দিক থেকে স্ত্রী স্বামীর চেয়ে উত্তম হলে তা সংসারে বরকতের কারণ হয়:
১. সৌন্দর্যে
২. শিষ্টাচারে
৩. তাকওয়া ও পরহেযগারিতে
৪. স্বভাব ও চরিত্রে
📚 সূত্র: ইহইয়াউ উলূমিদ্দীন | খণ্ড ৩ | পৃষ্ঠা ৯৩
আমিও সবসময় এই মানদণ্ডের আলোকে একজন সহীহ, দ্বীনদার সঙ্গীর জন্য দোয়া করি। কারণ আমিও তো এখনও সেই পথে হাঁটছি, আল্লাহ যেন পথ সহজ করে দেন।
আপনার জন্যও আমার দোয়া রইলো— আল্লাহ যেন উত্তম জীবনসঙ্গী দান করেন।