বাজার অব্যবস্থাপনা ও ড্রেনেজ সংকটে চরম দুর্ভোগে জনজীবন


রামগঞ্জ জিরো পয়েন্ট—উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা। প্রতিদিন হাজারো মানুষের চলাচল ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল এই সড়কটি। কিন্তু বর্ষার সামান্য বৃষ্টিতেই এই প্রধান সড়কটিতে পানি জমে তলিয়ে যায়। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, বাড়ছে দুর্ঘটনা, এবং জনজীবনে দেখা দিচ্ছে চরম দুর্ভোগ।
স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তায় ছোটখাটো জলাবদ্ধতা নয়, বরং একটি ‘জলাশয়’ তৈরি হয়। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব, বাজার ব্যবস্থাপনায় অনিয়ম ও পরিকল্পনার অভাব—সমস্যাটিকে আরও প্রকট করে তুলেছে।
রিকশাচালক হানিফ জানান, “বৃষ্টির পর রাস্তায় কোথাও শুকনা জায়গা নেই। গর্তে রিকশা পড়ে যায়, যাত্রীরা পড়ে গিয়ে আহত হন।”
একই কথা বলেন ভ্যানচালক আবুল, “বিশেষ করে রোগী পরিবহনের সময় বিপদ আরও বেড়ে যায়। কাদা আর পানির মধ্যে দিয়ে চালানো কষ্টকর হয়ে পড়ে।”
এই দুর্ভোগ থেকে বাদ পড়ছে না শিশু ও শিক্ষার্থীরাও। পথচারীরা জানাচ্ছেন, পিচ্ছিল কাদা মাড়িয়ে চলতে গিয়ে অনেকে পড়ে গিয়ে আহত হচ্ছেন। বৃষ্টির দিনে অভিভাবকরাও সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পান।
রামগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. কাউসার বলেন, “জলাবদ্ধতায় দোকানে পানি ঢুকে পড়ে। পণ্য নষ্ট হয়, বেচাকেনা কমে যায়। বহুবার লিখিত অভিযোগ জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”
স্থানীয়দের অভিযোগ, এই দুরবস্থার জন্য দায়ী অপরিকল্পিত বাজার সম্প্রসারণ, অবৈধ দখল এবং দীর্ঘদিনের অবহেলা। তারা দ্রুত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার দাবি জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।
রামগঞ্জবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসবেন এবং একটি সচল, নিরাপদ ও দুর্ভোগমুক্ত জনপথ উপহার দেবেন জনগণকে।