অঞ্জনা চৌধুরী (কাজিপুর) প্রতিনিধি, সিরাজগঞ্জ
তেকানীর হাড্ডিরঘাট থেকে জাহাঙ্গীরের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ: স্থানীয়দের প্রাণের দাবি


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নের হাড্ডির ঘাট থেকে দক্ষিণে জাহাঙ্গীরের বাড়ি পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা নির্মাণ জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাড্ডির ঘাট থেকে যমুনা নদীর পূর্বপাশ ঘেঁষে এক সময়ের ব্যস্ততম রাস্তাটি গতবছরের ভয়াবহ বন্যায় নদীর ভাঙ্গনের কবলে পড়ে নদী গর্ভে বিলীন হয়ে যায়। একসময়ের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে দক্ষিণে জোমার খুকসিয়া, আদিত্যপুর, মেছড়া চরের প্রায় ৪-৫ হাজার লোকজনের একমাত্র যাতায়াতের পথ ছিল। এই রাস্তাদিয়ে ওই জনপদের মানুষজন গৃহস্থালি প্রয়োজন ছাড়াও উপজেলা সদরের সাথে হাড্ডি খোলা খেয়া ঘাটের মাধ্যমে নৌকা ঘাট দিয়ে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল। এখনো দুই তিনটা প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের অত্যন্ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। কিন্ত বিগত বন্যায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় ফসলের আইলমাট ঘুরেফিরে শিক্ষার্থীসহ লোকজনের যাতায়াত করতে হচ্ছে ।
ওই ওয়ার্ডের ইউ পি সদস্য দুলাল আহমেদ জানান, বর্তমানে যমুনার ভাঙ্গন নাই অথচ ওই জনপদের শত শত মানুষেরযাতায়াতের কোন পথ নাই। তারা গবাদি পশু তো দূরে থাক নিজেদের নিত্যপ্রয়োজনে যাতায়াত করতে পারছে না। এমনকি তাদের সন্তানাদিদের স্কুলে চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে । সাবেক সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার হোসেন জানান রাস্তাটি অতীব প্রয়োজনীয়।
তিনি মাটিফেলে রাস্তাটি চলাচল উপযোগী করার জন্য স্থানীয় লোকজনের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে রাস্তা নির্মাণে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।