নির্ঘুম রাত


জ্বীন যাদুর কারনে যারা রাতে ঘুমাতে পারেন না।তারা জানেন ঘুম আল্লাহ’র কত বড় নিয়ামত নির্ঘুম রাত হয় অনেক দীর্ঘ যা শেষ হতে চায় না।
যাদের ঘুমের সমস্যা আছে তাদের জন্য চমৎকার একটা দুআ আছে যা রসূল ﷺ শিখিয়েছেন……
একজন সাহাবির রাতে ঠিকমতো ঘুম হতো না। তিনি ঘুমানোর অনেক চেষ্টা করতেন, অনেক দুআ পড়তেন। তবুও তার ঘুম আসতো না। তার নাম ছিলো যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু; বিখ্যাত ওহী লেখক সাহাবি। তিনি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে তার অনিদ্রার কথা জানান। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত যায়িদ ইবনে সাবিতকে একটি দুআ শিখিয়ে দিলেন।
দোয়াটি হলো- (اَللّٰهُمَّ غَارَتِ النُّجُوْمُ، وَهَدَأَتِ الْعُيُوْنُ، وَأَنْتَ حَيٌّ قَيُّوْمٌ، لاَ تَأْخُذُكَ سِنَةٌ وَّلاَ نَوْمٌ يَا حَيُّ يَا قَيُّوْمُ أَهْدِئْ لَيْلِيْ، وَأَنِمْ عَيْنِيْ) আল্লাহুম্মা গারাতিন নুজুমু, ওয়া হাদাআতিল উয়ুনু, ওয়া আনতা হাইয়ুন কাইয়ুমুন, লা তা’খুযু কা ছিনাতুন ওয়ালা নাওম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, আহদি’ লাইলি ওয়া আনিম আইনি। (তাবরানি: ৪৮১৭)
যার অর্থ হলো- হে আল্লাহ! আকাশের তারাগুলো নিভে যাচ্ছে, কিন্তু আমার চোখ এখনো জাগ্রত। আর আপনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, ঘুম বা তন্দ্রা আপনাকে পরাভূত করতে পারে না। হে চিরঞ্জীব ও চিরস্থায়ী, আমার রাতকে প্রশান্তিময় করুন এবং আমার চোখে ঘুম এনে দিন।