পীরগঞ্জে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে অসহায় পরিবার


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাটপাড়া গ্রামে এক অসহায় পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোছা. আক্তারা বেগম নামের এক অসহায় নারী ও তার পরিবার দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত জায়গা ব্যবহার করে চলাচল করতেন। কিন্তু চলতি বছরের জুন মাসের শুরুতে এলাকার প্রভাবশালী, সন্ত্রাসী ও মাদক কারবারিরসঙ্গী হিসেবে পরিচিত অবাইদুর রহমানের ছেলে মাহাবুর আলম ও তার পরিবারের সদস্যরা ওই চলাচলের পথটি বাঁশের কঞ্চির বেড়া ও খড়ির মাচা তৈরি করে অবৈধ ভাবে বন্ধ করে দেন।
ভুক্তভোগী পরিবারগুলো জানায়, আমরা তাদের বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছি এবং জমিতে ফসল ফলাতেও সমস্যা হয়। কিছু বললে দলবেঁধে মারতে আসে এবং কি ক’দিন আগে ভুক্তভোগীর একজনের হাত ভেঙেও দেয় মাহাবুর। এছাড়াও অসুস্থ আক্তারা বেগমকে প্রায়ই চিকিৎসকের কাছে যেতে হয়। তার স্বামী একজন খেটে-খাওয়া মানুষ তিন মেয়েকে নিয়েই তাদের পরিবার। চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হ৯চ্ছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করা হলেও অভিযুক্তদের সামাজিক প্রভাব ও হুমকির আশঙ্কায় প্রশাসনের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চলাচলের রাস্তায় বাঁশের কঞ্চির বেড়া ও খড়ির মাচা দিয়ে স্থায়ীভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
এলাকাবাসীর একাংশ নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত পরিবারটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। তারা আরও জানান, মাহাবুর আলমসহ কিছু মাদকাসক্তসঙ্গী, শ্বশুরবাড়ির লোকজনও বিভিন্ন সময় ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন, যা বর্তমানে আরও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।
ভুক্তভোগীর মা, আজিজা বেগম (৭৩) বলেন, “আমি মাঝেমধ্যে একটু হাঁটতে বা কারো বাড়ি যেতে চাই, কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়ায় এখন আর যেতেও পারি না।”
এ বিষয়ে অভিযুক্ত মাহাবুর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভুক্তভোগী পরিবারটি দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।