ক্যারিয়ারে ৯০৪তম গোল
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারের ৯০৪তম গোল করে দুহাত আকাশের দিকে তুলে প্রয়াত বাবাকে স্মরণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে কাতারের আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর।
রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন সেনেগান তারকা সাদিও মানে। আর ৭৬ মিনিটে এলিট চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোল পেলেন পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী রোনালদো।
আর গোল পেয়েই দুই হাত আকাশের দিকে তুলে ধরেন এই পর্তুগিজ তারকা।
ম্যাচ শেষে রোনালদো নিজেই জানান, ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে করা ক্যারিয়ারের ৯০৪তম গোলটি নিজের প্রয়াত বাবাকে উৎসর্গ করেন। কেননা এদিন যে ছিল তার বাবার জন্মদিন।
আল নাসরের প্রথম ম্যাচটি খেলতে পারেননি ভাইরাল ইনফেকশনে ভোগা রোনালদো।