গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কমিটির সদস্যদের শোকজ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে নিয়ম বহির্ভূত ভাবে কমিটি গঠন করায় কমিটির সদস্যদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোর্টিশ দিয়েছে আলাদত। গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে এই আদেশ দেন। আদেশে আগামী ২০ দিনের মধ্যে কারণ দর্শানোর সময় দেওয়া হয়েছে কমিটির সদস্যদের। বাদী পক্ষের আবেদনের ভিত্তিতে আদালত এই আদেশ দেয়। বাদী পক্ষের আইনজীবী এ্যাড. ভবেশ চন্দ্র সরকার এই তথ্য নিশ্চিত করেন। বিগত ৪ সেপ্টেম্বর ক্লাবের সদস্যদের না জানিয়ে নামকায়েস্থ সাধারণ সভা দেখিয়ে রাজনৈতিক ক্ষমতার জোরে ১৫ সদস্যের গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক শওকত জামান, সিনিয়র সহ সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সহ সভাপতি মঞ্জুর হাবীব মঞ্জু, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল, তাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণু নন্দী, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ, কার্যকরী সদস্য কৃষ্ণ কুমার চাকী, গোপাল মোহন্ত, রাহেনুল হক সরকার ও রাসেল কবির নিয়ে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়। নিয়ম বহির্ভূত ভাবে কমিটি গঠন করায় ক্লাবের সদস্য মোস্তফা কামাল সুমন ও নূর মোঃ রায়হান ফরহাদ লিখন বাদী হয়ে চৌকি আদালতে মামলা দায়ের করে। যার মামলা নং ২৯৮/২৪ অন্য। শুনানী শেষে আদালত এই আদেশ প্রদান করেন। প্রসঙ্গত, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক দাবিদার বর্তমান গঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু বাদী হয়ে ২০২১ সালে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ আদালতে ৫৩জন সাংবাদিক কে বিবাদী করে মামলা দায়ের করে। যার মামলা নং ২১৮/২১। দীর্ঘ দুই বছর শুনানি শেষে বিগত ০৯/০৩/২০২৩ তারিখে আদালত মামলাটি খারিজ করে দেয়। বাদী এই খারিজের বিরুদ্ধে সানি (আপিল) করে। সানি মামলা নং ২১/২৩। বিগত ০৪/০৬/২০২৩ তারিখে সানি মামলার শুনানি শেষে আদালত সানি মামলাও খারিজ করে দেয়। এই মামলার রায়ের আলোকে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের বৈধ সদস্য ৫৩ জন। গত ৪ সেপ্টেম্বর গঠন করার কমিটির সভাপতি রবিউল কবির মনু এবং সাধারণ সম্পাদক শওকত জামান এই রায়ের আলোকে ক্লাবের সদস্যই নন। কমিটির সভাপতি রবিউল কবির মুন থানা পদ মর্যাদার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহবায়ক এবং সাধারণ সম্পাদক শওকত জামান উপজেলার পাবর্তীপুর চামরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) কর্মরত।