বিয়ের পর শর্ত


বিয়ের পর আমি আমার স্ত্রীকে যেরকম শর্ত দিব।
১। বিনা কারনে পাঁচ ওয়াক্ত নামাজ ত্যাগ করা যাবে না।
২। ফরজ রোজা ও নফল রোজা রাখতে হবে।
৩। সব সময় পর্দায় থাকতে হবেও মাথা থেকে কখনো যেন কাপড় না পড়ে ।
৪। পর পরুষের সামনে যাওয়া বা তাদের সাথে কথা বলা যাবে না।
৫। উচ্চস্বরে কথা বলা বা হাসাহাসি করা যাবে না।
৬। আমার সকল কথা মেনে চলতে হবে।
৭। কারো গীবত শুনা বা বলা যাবে না।
৮। আমি চাইলে মোবাইল ব্যবহার করতে পারবে না হলে পারবে না।
৯ । কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে।
১০। ফজর নামাজের পর সূরা ইয়াছিন ও রাতে সূরা মূলক ও মাগরিব এর পর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে হবে।
১১। সময় পাইলে ইসলামিক বই পড়তে হবে, কুরআন ও হাদিস এবং বিভিন্ন দোয়া ও আমলের বই পড়তে হবে।
১২। অন্য কারো মোবইলে নিজের ছবি তুলা যাবে না।
১৩। গান, ছবি, নাটক, সিরিয়াল দেখা যাবে না। বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে, ইসলামিক আলোচনা ও ওয়াজ শোনতে হবে।
১৪। সবার সাথে ভালো ব্যবহার ও মেহমানদের আপ্পায়ন করতে হবে।
হে আমার রব আপনি আমার প্রার্থনা কবুল করেন। আমাকে এবং সকল অবিবাহিত ভাই বোনকে উত্তম ও দ্বীনদার জীবনসঙ্গী দান করেন। (আমিন)